• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সাইকেল চালিয়ে স্কোয়াড ঘোষণা স্পেন কোচের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২, ০১:৫৬ পিএম
সাইকেল চালিয়ে স্কোয়াড ঘোষণা স্পেন কোচের

প্রেস কনফারেন্সের মাধ্যমে দল ঘোষণার বিষয়টি সাধারণ পদ্ধতি। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমের বিবর্তনে এখানেও ঘোষিত হয় স্কোয়াড𒆙। দল ঘোষণার জন্য দুই পদ্ধতির কোনোটিই বেছে নেননি স্পেন কোচ লুইস এনরিকে। মাদ্রিদের পাহাড়ি অঞ্চলে সাইকেল চালাতে চালাতে দল ঘোষণা করেছেন এনরিকে।

উয়েফা নেশনস লিগের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছে স্পেন। এই স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন অ্যাথলেটিক বিলব🔯াওয়ের নিকো 🦹উইলিয়ামস ও রিয়াল বেটিসের বোরজা ইগলেসিয়াস।

মাদ্রিদের রাস্তায় এভাবে সাইকেল চালিয়ে দল ঘোষণার 🌞পর অবশ্য প্রথাগত সংবাদ সম্মেলনও করেছেন লুইস এনরিকে। সেখানেই সাংবাদ❀িকদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।

স্পেন দলে জায়গা পাননি পিএসজির তারকা সার্জিও রামোস ও বার্সেলোনার আনসু ফাতি। তাদের😼 না রাখার কারণ হিসেবে জানিয়েছেন, ভালো খেলোয়াড় থাকায় স্কোꦅয়াডে তাদের জায়গা হয়নি।

স্পেন স্কোয়াড

গোলরক্ষক : উনাই সিমন (অ্যাথলেটিক বিলবাও),🌠 রবার্ট সানচেজ (ব্রাইটন), ডেভিড রায়া (ব্রেন্টফোর্ড)

ডিফেন্ডার : পাউ তোরেস (ভিয়ারিয়াল), জর্দি আলবা (বার্সেলোনা), জোসে গায়া (ভ্যালেন্সিয়া), হুগো গুইলামন (ভ্যালেন্সিয়া), ডিয়েগো লরেন্তো (লিডস), এরিক গার্সিয়া (বার্সেলোনা), সিজার ꦉআজপিলিকুয়েতা (চেলসি), ডানি কারভাহাল (রিওয়াল মাদ্রিদ)।

মিডফিল্ডার : সার্জিও বুসকেটস (বার্সেলোনা), রদ্রি হার্নান্দেজ (ম্যানচেস্টার সিটি), পেদ্রি গঞ্জালেস (বার্সেলোনা), কোকে (অꩲ্যাথলেটিকো মাদ্রিদ), গাভি পেয়াজ (বার্সেলোনা), কার্লসো সোলের (পিএসজি), মার্কোস লরেন্ত🐻ো  (অ্যাথলেটিকো মাদ্রিদ)।

ফরোয়ার্ড : পাবলো সারাবিয়া (পিএসজি), নিকো উইলিয়ামস (অ্যাথলেটিক বিলবাও), মার্কো অ্যাসেনসিও (রিয়াল মাদ্রিদ), আলভারো মোরতা (অ্যাথলেটিকো মাদ্র𒅌িদ), বোরজা ইগলেসিয়াস (রিয়াল বেটিস), ইয়েরেমি পিনো (ভিয়ারিয়াল), ফেরান তোরেস (বার্সেলোনা)।

Link copied!