• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মেসি-নেইমার নৈপুণ্যে লিগে ফের শীর্ষে পিএসজি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২২, ১০:৫৮ এএম
মেসি-নেইমার নৈপুণ্যে লিগে ফের শীর্ষে পিএসজি

নিজেদের মাঠে শনিবার লিগ ওয়ানের ম্যাচে ব্রেস্তের মুখোমুখি হয়েছিল পিএসজি। নেইমারের একমাত্র গোলে ১-০ গোলে জিতেছে প্যা🧜রিস🔜ের দলটি। এই জয়ে লঁসকে পেছনে ফেলে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে তারা।

ম্যাচে প্রথম সুযোগ আসে ব্রেস্তের৷ ৯ম মিনিটে ব্রেস্তের খেলোয়াড় দূরের গোলপোস্টে শট মেরে গোল আদায় করার ব্যর্থ চেষ্টা চালান। পরের কয়েক 🧜মিনিটের ব্যবধানে মে𓃲সি-নেইমার-এমবাপ্পে ত্রয়ীর দুইটি গোলের সুযোগ হাতছাড়া হয়।

প্রথম চেষ্ট𒆙ায় লিওনেল মেসির পাসে নেইমারের শট লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়টিতে আর্জেন্টাইন তারকার পাস উড়িয়ে মার🔯েন ফ্রেঞ্চ তারকা।

ম্যা♚চের ২৯ মিনিটে মেসি-নেইমারের নৈপুণ্যে এগিয়ে যায় পিএসজি। আর্জেন্টাইন তারকার দারুণ পাস ডি-বক্সে পেয়ে ডান পায়ে নিয়ন্ত্রণ নেন নেইমার। বাঁ পায়ের শটে বল জালে জড়ান ব্রাজিলের এই ফরো♛য়ার্ড।

দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে এগিয়ে যে𓄧তে পারত পিএসজি। এমবাপের পাস পেয়ে মেসি হেডে গোল আদায় করার চেষ্টা করেন। তবে দুর্ভাগ্য! মেসির নেওয়া হেড গোলপোস্টে লেগে ফেরত আসে। ম্যাচের ৫৮ মিনিটে আবারও সুযোগ নষ্ট করেন ꦬএমবাপ্পে।

ম্যাচের ৭০ মিনিটে পিএসজির একজন খেলোয়াড় ব্রেস্তের খেলোয়াড়কে ফাউল করলে পেনাল্টির বাশি বাজান রেফারি। তবে স্লিমানির শট দুর্দান্ত গতিতে ঠেকিয়ে দেন দোন্নারুম্মা। শেষ পর্যন্ত একমাত্র গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য।
 

Link copied!