• ঢাকা
  • শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ২ ভাদ্র ১৪৩১, ১২ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পেস আক্রমনে বাংলাদেশকে ঘায়েলের পরিকল্পনা পাকিস্তানের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৪, ০৬:৩১ পিএম
পেস আক্রমনে বাংলাদেশকে ঘায়েলের পরিকল্পনা পাকিস্তানের
শান মাসুদ। ছবি : সংগৃহীত

রেকর্ড সংখ্যক ছয় পেসার নিয়ে বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে পাকিস্তান। ছয় পেসার নিয়ে রোমাঞ্চিত পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তিনি জান𒁏ান, দলের পেসাররা বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখতে পারবে।

বাংলাদেশের বিপক্ষে ঘোষিত টেস্ট 😼সিরিজে পাকিস্তান দলে থাকা ছয় পেসার হলেন🌠- শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, আমের জামাল, খুররম শাহজাদ, মির হামজা ও মোহাম্মদ আলী।

পেস আক্রমন দিয়ে বাংলাদেশকে ঘায়েল করার পরিকল্পনা পাকিস্তানের। তবে এ꧑ই ছয় পেসারের অভিজ্ঞতা বেশি নয়। দেশের হয়ে সর্বোচ্চ ২৯টি টেস্ট খেলেছেন আফ্রিদি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পডকাস্টে মাসুদ বলেন, ‘এই স্কোয়াডের রোমাঞ্চ♏কর বিষয় হলো আমাদের দলে ছয় জন দুর্দান্ত পেস বোলার আছে। ছয় জনই দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে যোগ্য দাবীদার। সবার মধ্যেই ভিন্ন কিছু বিষয় আছে।’

তিনি আরও বলেন, ‘যখনই প্রয়োজন হবে এবং যদি আমাদের একজন সেরা𒊎 বোলারকে বিশ্রাম দেওয়ার দরকার হয়, আমি মনে করি তারপরও আমরা ভালো অবস্থায় থাকবো এবং সেখানে অন্য যে খেলবে তার অভিজ্ঞতা হবে।’

মাসুদ বলেন, ‘যেই খেলবে, তার উপর আমরা সমান আত্মবিশ্ব🧸াসী। তারা দারুন পারফরমেন্স দিয়ে পাকিস্তানকে জেতাতে পারবে এবং ২০ উইকেট নিতে পারবে।’

তারপরও পেসারদের ওয়ার্কলোডের বিষয়টি পাকিস্তান সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানান মাসুদ। মাসুদ বলেন, ‘পেসারদের ওয়ার্কলোড নিয়ন্ত্রণ করতে হবে। অস্ট্রেলিয়ায় আফ্রিদির সাথে যেমনটা করা হয়েছিল। ঐ সিরিজে প্রথম দুই টেস্ট খেলার পর শে🐠ষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিলো আফ্রিদিকে। কারন সামনে ব্যস্ত সূচি ছিল। আমরা আবারও এমনটাই করার চেষ্টা করবো।’

২১ আগস্ট বাংলাদেশের বিপক্ꦚষে🍒 টেস্ট সিরিজ শুরু করবে পাকিস্তান। এরপর ৩০ আগস্ট থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল।

Link copied!