ভারতের আইপিএলের মহা নিলামের আগেই বিপদে পাঞ্জাব কিংস। সেই দলের অন্যতম মালিক তথা বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা চণ্ডীগড় হাইকোর্টে মামলা করেছ🐎েন দলের আর এক মালিক মোহিত বর্মনের বিরুদ্ধে। প্রীতির অভিযোগ, মোহিত তার অংশীদারিত্ব বিক্র൩ি করে দিতে চাইছেন অন্য কাউকে। সেটাই আটকাতে চান প্রীতি।
এক ওয়েবসাইটের খবর অনু🙈যায়ী, পাঞ্জাবের ২৩ শতাংশ মালিকানা প্রীতি এবং তার প্রাক্তন স্বামী নেস ওয়াদিয়ার। ৪৮ শতাংশ মালিকানা রয়েছে মোহিতের হাতে। বাকি ৬ শতাংশ করণ পলের হাতে। প্রী𒆙তির দাবি, অনৈতিকভাবে নিজের অংশীদারিত্ব অন্য ব্যক্তিকে বিক্রি করতে চাইছেন মোহিত।
যদিও সেই ওয়েবসাইটে মোহিত বলেছেন, ‘আমার শেয়ার বিক্রি করার কোনও পরিকল্পনাই নেই।’ সরকারিভাবে পাঞ্জাব কিংসের পক্ষ থেকে কেউ কিছু বলে♑ননি বা বিবৃꦡতিও দেওয়া হয়নি।
প্রীতির অভিযোগ, মালিকানা নিয়ে একটি চুক্তি রয়েছে তাদের মধ্যে। সেখানে স্পষ্ট বলা আছে, কেউ নিজের অংশ বিক্রি করত🌱ে চাইলে আগে তা বাকি মালিকদের কাছে প্রস্﷽তাব হিসাবে রাখতে হবে। যদি বাকিরা কেউ কিনতে রাজি না হল, একমাত্র সে ক্ষেত্রেই অন্য কোনও ব্যক্তির কাছে বিক্রি করা যাবে। এ ক্ষেত্রে তা মানা হয়নি।