• ঢাকা
  • শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ২ ভাদ্র ১৪৩১, ১১ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ডোপ কেলেঙ্কারিতে নিষিদ্ধ লঙ্কান ব্যাটার ডিকভেলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৪, ০২:৪৫ পিএম
ডোপ কেলেঙ্কারিতে নিষিদ্ধ লঙ্কান ব্যাটার ডিকভেলা
নিরোশান ডিকভেলা। ছবি : সংগৃহীত

ডোপ কেলেঙ্কারিতে নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার উইকেটকিপার কাম ব্যা𒆙টার নিরোশান ডিকভেলা। ডোপ টেস্টে পাশ করতে পারেননি তিনি। এজন্য অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে এই লঙ্কান তারকাকে।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেটে। তারা জানিয়েছে, সবশেষ এলপিএলের সময় হওয়া ডোপ টেস্টে পাশ করতে পারেননি তিনি। ꧒;

বিবৃতিতে তারা জানিয়েছে, ‘এখন থেকে তার নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। পরবর্তী ঘোষণার আগে অবধি সেটি থাকবে।’ ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং গাইডলাইন অনুসারে করা ডোপ টেস্টে ব্যর্থꦡ হন ডিকভেলা।

৩১ বছর বয়সী ডিকভেলা সবশেষ এলপিএলে গলে মার্ভেলেসের অধিনায়ক ছিলেন। ২০২৩ সালের মার্চ💜ে সর্বশেষ  দেশের হয়ে খেলেছিলেন তিনি। এ বছরের শুরুতে বাংলাদেশের বিপক্ষে ডাক পেলেও কোনো ম্যাচ খেলা হয়নি তার।

নিয়ম ভাঙায় অবশ্য ডিকভেলার নাম নতুন নয়। ২০২১ সালে কুশল মেন্ডি💮স ও দানুস্কা গুনাতিলাকার সঙ্গে তিনিও বায়ো বাবল ভাঙায় নিষিদ্ধ হন। সবমিলিয়ে শ্রীলঙ্কার হয়ে টেস্টে ২৭৫৭ রান, ওয়ানডেতে ১৮০৪ রান ও 🐠টি-টোয়েন্টিতে ৪৮০ রান করেছেন ডিকভেলা।

Link copied!