অ⛦ন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “অন্তর্ভুক্তিমূলক, বহুবচনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিত করতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”
শনিবার (১৭ আগস্ট) সকালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য তৃতীয় ভয়েস অব গ্লোবাল 🐎সাউথ সামিটে ভার্চুয়ালি ভাষণে তিনি এসব কথা বলেন।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, “নির্বাচন ব্য꧑বস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় 🐠সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ।”
এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আসার আহ♏্বান জানান প্রধান উপদেষ্টা💜।
উদ্বোধনী অধিবেশনের থিম শীর্ষ সম্🍃মেলনের মূল প্রতিপাদ্যের মতোই, ‘টেকসই ভবিষ্যতের জন্য ক্ষমতাধর বৈশ্বিক দক্ষিণ।’
এর আগে ড. ইউনূসকে এই সামিটে যোগ দিতে আনুষ্ঠানিক আমন্ত্রণ জা♍নান ভারতের প্রধানমন্ত্রী নরেন🌜্দ্র মোদি। শুক্রবার (১৬ আগস্ট) দুই দেশের নেতার মধ্যে এক ফোনালাপে এই আমন্ত্রণ জানান তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আমন্ত্রণে সাড়া🍒 দিয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে রাজি হন ড. মুহাম্মদ ইউনূস।
২০২৩ সালের ১২-১৩ জানুয়ারি প্রথম ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট এবং ২০২৩ সালের ১৭ নভেম্বর দ্বিতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট ভার💟্চুয়াল ফরম্যাটে আয়োজন করেছিল ভারত। শীর্ষ সম্মেলনের আগের দুটি সংস্করণে গ্লোবাল সাউথ থেকে ১০০টিরও বেশি দেশ অংশগ্রহণ করে।