• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অবশেষে বাংলাদেশের আবেদনে ফিফার সাড়া, বাড়লো দলবদলের সময়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৪, ০৫:৩৩ পিএম
অবশেষে বাংলাদেশের আবেদনে ফিফার সাড়া, বাড়লো দলবদলের সময়
ছবি: প্রতীকী

আগামী ১৯ আগস্ট চলতি মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দলবদলের শেষ দিন। যদিও রাজনৈতিক ক্ষমতা পালাবদলের এই সময়ে বেশিরভাগ ক⛦্লাবই রয়েছে বিপাকে। আবাহনী, শেখ জামাল কিংবা শেখ রাসেল ক্রীড়াচক্রের মতো ক্লাবগুলো এখন পুরোপুরি ধ্বং𝄹সস্তুপ। এমন পরিস্থিতিতে ক্লাবগুলোর অনুরোধ ও বাফুফের আবেদনের প্রেক্ষিতে ফিফা দলবদলের সময় ৩ দিন বৃদ্ধি করেছে।

রাজনৈতিক অস্থিরতা, সরকার পরিবর্তন, ক্লাবগুলোর সমস্যার বিষয়টি জানিয়ে বাফুফে দলবদলের সময় বৃদ্ধির জন্য ফিফায় চিঠ𓆏ি দিয়ে💫ছিল। ফিফা সেই চিঠি আমলে না নিয়ে নাকচ করে। বাফুফে আবার অনুরোধ করলে ফিফা দলবদলের সময় বিশেষ বিবেচনায় ৩ দিন বৃদ্ধি করার অনুমতি দেয়।

১ জুন থেকে দলবদল শুরু হয়েছে। দলবদল বাফুফে ঘোষণা করলেও ফিফার গাইডলাইন রয়েছে। দলবদলের সময় বাড়াতে হলে ফিফার অনুমতি নিয়েই করতে হয়। বাফুফে দলবদলের জ♏ন্য ১১ সপ্তাহ সময় দিয়েছিল। ফিফা প্রথম দফায় সেই সময় রাখলেও পরবর্তীতে বাংলাদেশের প্রেক্ষাপটে ৩ দিন বৃদ্ধি করেছে।

পেশাদার লিগের প্রথম লেগের পরও দলবদল হয়। ৩-৪ সপ্তাহের সেই দলবদল কম সময় বা স্থগিত করে এই দলবদলে যোগ করার প্রস্তাব দিয়েছিল বাফুফে। ᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚফিফা সেটাও রাজি হয়নি। এই তিন দিন বৃদ্ধি মধ্যবর্তী দলবদল থেকে কর্তন হবে না বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক।

 

Link copied!