• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘পুষ্পা টু’ প্রিমিয়ারে হুড়োহুড়ি, দর্শক চাপে নিহত ১


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ১০:৩১ এএম
‘পুষ্পা টু’ প্রিমিয়ারে হুড়োহুড়ি, দর্শক চাপে নিহত ১
‘পুষ্পা টু’ প্রিমিয়ারে হুড়োহুড়ি। ছবি: সংগৃহীত

ভারতীয় দক্ষিণী ইন্ডাস্ট্রির বহুল জনপ্রꦦিয় সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। ২০২১ সালের সিনেমাটি মুক্তির পর রীতিমতো ঝড় তোলে বক্স অফিসে। বৃহস্পতিবার🍰 (৫ ডিসেম্বর) সিনেমাটির দ্বিতীয় পার্ট ‘পুষ্পা টু’ মুক্তি পাচ্ছে। উপলক্ষে এক প্রিমিয়ারে আল্লু অর্জুনকে এক নজড় দেখতে হুড়োহুড়ির ঘটনায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। 

(বুধবার ৪ ডিসেমܫ্বর) হায়দরাবাদে আরটিসি এক্স রোডে ছাদখোলা গাড়িতে প্রচার সারছিলেܫন নায়ক।

প্রিয় নায়ককে কাছ থেকে দেখতে ভিড় জমান ভক্তরা। সেখানে ভক্তদের হুড়োহুড়িতে চাপা পড়ে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছ💜েন অনেকে। পরিস্থিতি সামাল দিতে একপর্যায়ে লাঠিচার্জ করতে দেখা যায় পুলিশকে। খবর- টাইমস অফ ইন্ডিয়ার।

ঘটনাস্থলের একাধিক ভিডিও ইতোমꦇধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এর মধ্যে একটি ভিডিওতে দেখা যাচ্ছে, হুড়োহুড়ি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে একটি শিশুক𝕴ে। অনেককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে।

এদিন হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে প্রিমিয়ার উপলক্ষে আসার কথা ছিল সুপারস্টার আল্লু অর্জুনের। নায়কের আসার খবরে প্রেক্ষাগৃহের সামনে জড়ো হয়েছিলেন ভক্তরা। প্রিয় তারকা আসতেই তꦬাকে দেখতে ছুটে যান তারা। এরপরই শুরু হয় হট𓆏্টগোল। পদপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান একজন। আহত হয়েছেন নায়কের একাধিক ভক্ত।  

আলᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚ্লু অর্জুনের ছবি ‘পুষ্পা টু’ নিয়ে ইꦺতোমধ্যেই আলোচনার ঝড় উঠেছে। প্রেক্ষাগৃহে ভোর ৩ টায় সিনেমার শো দেওয়া হয়েছে। দর্শকদের চাপ ও টিকিট বিক্রির কারণেই শো’র সংখ্যা বাড়ানো হয়েছে।

দীর্ঘদিন ধরেই শিরোনামে ছিল তেলেগু ক্রাইম অ্যাকশন থ্রিলারধর্মী ছবি ‍‍`পুষ্পা দ্য রাইজ‍‍`। দক্ষিণ ভারত তো বটেই, প্রায় গোটা দে💝শেই ঝড় তুলেছে এই ছবি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) একযোগে ভারতের সকল ইন্ডাস্ট্রিতে মুক্তি পাবে  ‘পুষ্পা টু’। তার আগেই ঘ♉টলো দুর্ঘটনা।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!