• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


প্রিমিয়ার লিগে দেখা যাবে রিয়াল মাদ্রিদকে?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১, ০৪:২০ পিএম
প্রিমিয়ার লিগে দেখা যাবে রিয়াল মাদ্রিদকে?

 লা লিগা ছেড়ে স্পেনের বাইরে একটি লিগে অংশ নেওয়ার চেষ্টা করছে রিয়াল মাদဣ্রিদ। অন্য লিগ হিসেবে প্রিমিয়ার লিগই প্রথম পছন্দ মাদ্রিদ জায়ান্টদের।   

রিয়াল এখন পর্যন্ত লা লিগার সবচেয়ে সফল ক্লাব। ৩৪ বার তারা লিগ জয়ের মুকুট পরেছে। যেখানে নিকটত𓆏ম প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা জিতেছে ২৬ বার ও ১১ বারꦜ শিরোপা জিতেছে রিয়ালেরই নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। 

বিনিয়োগ ফান্ড নিয়ে সিভিসির সাথে চুক্তি ছাড়াও বিভিন্ন কারণে লিগ নিয়ඣে মোটেও খুশি নয় রিয়াল। ইউরোপীয় সুপার লিগ নিয়ে তেবাস বিরোধিতা করায় লস ব্লাঙ্কোসের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ খুবই বিরক্ত হয়েছিলেন। এজন্য লিগ সভাপতি✃ ও ক্লাবের মধ্যে খারাপ সম্পর্ক বিরাজ করছে।

স্প্যা🅺নিশ সংবাদ মাধ্যম মুন্ডো দেপোর্তি♏ভোর মতে, এর ফলে রিয়াল লা লিগার বিকল্প খুঁজছে এবং ঘরোয়া লিগ প্রতিযোগিতার জন্য বিদেশে চলে যাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পেরেজের পছন্দের দিক দিয়ে প্রিমিয়ার লিগইꦛ এগিয়ে থাকবে, কারণ স্পে🔯নের তুলনায় ইংল্যান্ডের টিভি রাজস্বের পরিমাণ বেশী পাওয়া যাবে।

ইংল্যান্ডের লিগকে প্রথম পছ🦩ন্দ হলেও, জার্মান বুন্দেসলিগা এবং ইতালির সিরি-আ-কেও বিকল্প হিসেবে দেꩲখছেন পেরেজ।

মুন্ডো দেপোর্তিভো বলেছে𓄧, এমনটাই যদি সত্যিই ঘটে, তবে বিশ্ব জুড়ে ঝড় উঠবে। কিন্তু♊ ক্লাব প্রধান বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করার পক্ষে জোরালো যুক্তি দাঁড় করাবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেক্সিট এই পদক্ষেপের জন্য ‘ౠসবচেয়ে গুরুতর🐼 প্রতিবন্ধকতা’ হতে পারে।

তেবাস অবশ্য টুইটারে ধারণাটিღকে পুরোপুরি অস্বীকার করে বলেছিলেন, “আজকাল আমাদের ꩵঅনেক বাজে কথা শুনতে হচ্ছে।”

শনিবার রাতে আলাভেসের বিপক্ষে 𝔍🉐মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।  

Link copied!