• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বাংলাদেশকে ১৯৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৪, ২০২২, ০১:৩২ এএম
বাংলাদেশকে ১৯৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের
ছবি- সংগৃহীত

সফরকারী বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে রভম্যান পাওয়েলের ২৮ বলে ঝোড়ো ৬১ ও ব্র𓃲ে🐻ন্ডন কিংয়ের ৪৩ বলে ৫৭ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে উইন্ডিজের সংগ্রহ ১৯৩ রান। ফলে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১৯৪ রান।

রোববার (৩ জুলাই) ডোমিনিকার উইন্ডসর পার্কে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন♔ ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান। ব্যাটিংয়ে নেমে স্বাগতিকদের উড়ন্ত সূচনা এনে দেন কাইল মায়ার্স ও ব্রেন্ডন কিং জুটি।&🐎nbsp;

টাইগার পেসার তাসকিন আহমেদের প্রথম ওভারেই একটি করে চার আর ছক্কা হ✅াঁকান কাইল মায়ার্স। তবে দ্বিতীয় ওভারেই বাঁহাতি এই ব্যাটারকে ফেরান স্পিনার শেখ মেহেদি হাসান।

দ্বিতীয় ওভারের পঞ্ꦍচম বলে এই বোলারের অফস্পিন ভেল্কিতে ক্লিন বোল্ড হন মায়ার্স। তার আগে ৯ বলে ১৭ রান করেন এই👍 ব্যাটার। 

চতুর্থ ওভারে সাকিবের বলে মাহমুদউল্🌺লাহর ক্যাচে শামারাহ ব্রুকস (০) ফেরꦜেন সাজঘরে। স্কোরবোর্ডে তখন ২৬ রানে ২ উইকেট নেই স্বাগতিকদের।

তারপরও পাওয়ার প্লের প্রথম ৬ ওভার💫ে ২ উইকেটে ৪৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। এরপর আস্তে আস্তে হাত খোলেন অধিনায়ক নিকোলাস পুরান আর ব্রেন্ডন কিং। তৃতীয় উইকেটে এই জুটি ৭৬ রান যোগ করে ক্যারিবীয়দের বড় পুঁজির ভিত গড়ে দেন।

তবে ১৩তম ওভারে এই জুটি ভাঙেন স্পিনার মোসাদ্দেক হোসেন। তার বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন পুরান। তার আগে ৩০ বলে ৩৪ রান♚ করেন এই বাঁহাতি ব্যাটার।

পরে ৩৬ বলে ফিফটি তুলে কিং বিদায় নেন ৪৩ বলে ৫৭ রান করে। তার বিদায়ের আগে থেকেই ঝড় তোলেন রভম্যান পღাওয়েল। ১৬তম ওভারে সাকিবকে তিনটি ছক্কা, এক চারে ৫ বলেই ২৩ রান তুলে নেন হার্ডহিটিং এই ব্যাটার।

পরের ওভারে তাসকিনকেও দুই ছক্কা আর এক বাউন্ডারি হাঁকান ভয়ংকর পাওয়েল। ও♎ভারে আসে ২১ রান। টানা দুই ওভারে ৪৪ রান নিয়ে বড় স্কোরের পথে এগিয়ে যায় ক্যারিবীয়রা।

এই ব্যাটার শেষ পর্যন্ত ক্রিজে থেকে ২৮ বলে ঝোড়ো ৬১ রানের ইনিংস খেলে ন🙈ির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে উইন্ডিজকে সংগ্র▨হ এনে দেন ১৯৩ রানের।

বোলিংয়ে পেসার শরিফুল ইস⛦লাম ৪০ রানে ২ উইকেট পান। এছাড়া সাকিব, শেখ মেহেদি হাসান ও মোসাদ্দেক হোসেন ১টি করে উইকেট শিকার করেন। 

Link copied!