• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কাতার বিশ্বকাপ : ড্র কবে, কোথায়


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ২৯, ২০২২, ০৮:৫০ এএম
কাতার বিশ্বকাপ : ড্র কবে, কোথায়

ফিফা বিশ্বকাপের (কাতার ২০২২) ২২তম সংস্করণের গ্রুপ পর্বের ড্র শুক্রবার (১ এপ্রি🐭ল) কাতারের দোহার দোহা প্রদর্শনী ও সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

মোট ৩২টি দল বাছাইপর্ব পেরিয়ে খেলার সুযোগ পাচ্ছে এই ফুটবলীয় মহাযজ্ঞে। স্বাগতিক হিসেবে কাতার সরಌাসরি গ্রুপ পর্বে খেলবে।

এরই মধ্যে ২০ দল গ্রুপ পর্বে খেল🌌ার যোগ্যতা অর্জন করেছে। বাকি দলꦬগুলো আগামী জুনের মধ্যে তাদের বাছাইপর্ব খেলা শেষ করবে।

ডꦦ্রতে ৩২টি দলকে তাদের ফিফা র‌্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে চারটি ⛄পটে বিভক্ত করা হবে। স্বাগতিক কাতার গ্রুপ ‘এ’ তে ১ নম্বর পটে রয়েছে। কাতারের সঙ্গে র‍্যাঙ্কিংয়ে ৭টি সেরা দল পট ১ এ যোগ দেবে।

পট ২ এ ৮ থেকে ১৫তম র‌্যাঙ্ক করা দলগুলো থা𝔍কবে। পরে সেরা আটটি দলকে (১৬-২৩) পট ৩ এ রাখা হবে। পট ৪ এ দুটি আন্তঃকনফেডারেশন জয়ী দ🍒ল ও উয়েফা প্লে অফ বিজয়ীর পাশাপাশি ২৪-২৮ র‌্যাঙ্কধারীদের রাখা হবে৷

এরই মধ্যে কাতার বিশ্বকাপের টিকিট পাওয়া দলগুলো হলো আর্জেন্টিনা, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ইকুয়েডর, ইংল্যান্ড, ফ্রান্স, জার্ম🔯ানি, ইরান, জাপান, নেদারল্যান্ডস, কাতার, সৌদি আরব, সার্বিয়া, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইজারল্যান্ড ও উর🌼ুগুয়ে।

কাতার ২০২২ গ্রুপ পর্বের ড্র কখন শুরু হবে?

শুক্র🐻বার (১ এপ্রিল) স্থানীয় স🐟ময় রাত ৮টায় ড্র শুরু হবে।

কাতার ২০২২ ড্র কীভাবে দেখা যাবে?

ফিফা অফিশিয়াল ওয▨়েবসাইট, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া চ্যানেলসহ সব প্ল্যাটফর্মে কাতার ২০২২ গ্রুপ পর্বের ড্র লাইভ স্ট্রিমিং করবে।

কাতার ২০২২ কখন শুরু হবে এবং ফাইনাল কখন অনুষ্ঠিত হবে?

বিশ্🙈বকাপ ২১ নভেম্বর, ২০২২ এ শুরু হওয়ার কথা রয়েছে এবং ১৮ ডিসেম্বর, ২০২২ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

Link copied!