• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


২৫ বছরে হাতের নখ বেড়েছে ৪২ ফুট!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২২, ০২:৫৬ পিএম
২৫ বছরে হাতের নখ বেড়েছে ৪২ ফুট!

টানা ২৫ বছর হাতের নখ না কেটে রেখে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের মিনেসোটার বাসিন্দা ডায়ানা আর্মস্ট্🐼রং। সেই নখ এখন ৪২ ফুট ল🎉ম্বা। বিশ্বের সবচেয়ে বড় নখের অধিকারী তিনি, যা জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে।  

সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছে ডায়ানার। ৬৩ বছর বয়সী ডায়ানার দুই হাতের নখের দৈর্ঘ্য এখন ১ হাজার ৩০৬.৫৮ সেন্টিমিটার বা ৪২ ফুট ১০.৪ ইঞ্চি। ২০২২ সালের ১৩ মার্চের নেওয়া মাপ অনুযায়ী এটাই বিশ্বের সবচেয়ে বড়🐻 নখ।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য অনুযায়ী, এই রেকর্ড গড়💛তে তাকে ২৫ বছর অপেক্ষা করতে হয়েছে। ১৯৯৭ সালে শেষবার নখ🃏 কাটেন। এরপর টানা ২৫ বছর ধরে তিনি নখ কাটেন না, যা ধীরে ধীরে বড় হয়ে এখন বিস্ময়কর হয়ে উঠেছে।

এই নখের কারণে ডায়ানাকে কোনো ঝামেলাও পোহাতে হয় নඣা ব𝓰লে জানান। বরং স্বাভাবিকভাবেই সব কাজ করতে পারেন তিনি। শুধু তা-ই নয়, বাচ্চাদেরও সঠিকভাবে লালন-পালন করছেন ডায়ানা। 

ডায়ানা বলেন, “শুরুতে আমারꩲ সিদ্ধান্ত সবাইকে অবাক করে। পরে আমি নখ রাখা শুরু করলে তারা হতাশ হন। বিশ্ব রেকর্ডের খবরটি তাই তাদের জানাইনি।“

ডায়ানা আরও বলে✱ন, “সবকিছুই স্বাভাবিকভাবে চলছে। এখনো আমি বড় নখ নিয়ে স্বাভাবিক জীবনযাপন করছি। যে কাজগুলো হাতে করতে পারি না, তা পা দিয়েই করে নেই। তা ছাড়া আমার সন্তানর▨াও আমাকে সহযোগিতা করে।“

বিশ্ব রেকর্ডের পর ডায়ানার নখ না কাটার সিদ্ধান্তে আরও অটল রয়🍸েছেন। ডায়ানা জানান, নখ কাটার কোনো ইচ্ছা তার নেই। তিনি আগের মতোই এগুলোর যত্ন নেবেন। নখে নেইলপলিশও লাগান। প্রায় ২০ বোতল নেইলপলিশ লাগাতে হয় তার নখে। কাজটিতে তিনি বিরক্ত হন না। বরং উপভোগ করেন।

Link copied!