• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মাস্ক পরেও ঠিক রাখুন মেকআপ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ০২:৩০ পিএম
মাস্ক পরেও ঠিক রাখুন মেকআপ

কোথাও বেড়াতে যাচ্ছেন, মাস্ক পরতে হচ্ছে। মাস্ক খোলার পর দেখলেন সব মেকআপ নষ্ট। ঘণ♌্টাখানেক ধরে মেকআপ করার পরিশ্রমটাই বৃথা হয়ে গেল। মাস্ক পরেও ক𝓡ীভাবে মেকআপ ঠিক রাখা যায় তা কিছু টিপস জানাব এই আয়োজনে। এতে সারাদিন মাস্ক পরে থাকলেও মেকআপ নষ্ট হবে না।

মেকআপ দীর্ঘস্থায়ী হতে কিছু টিপস_

  • মেকআপ করার আগে প্রাইমার লাগিয়ে নিবেন। প্রাইমার লাগিয়ে নিলে মেকআপ দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হয়। মেকআপও স্মুথ হয়।
  • মেকআপ দীর্ঘস্থায়ী করতে ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন ব্যবহার করুন। মাস্ক পরলে অতিরিক্ত ঘাম হতে পারে। এক্ষেত্রে ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন ব্যবহার করলে মেকআপ উঠবে না। ত্বকের ধরন অনুযায়ী ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন বেছে নিন।
  • মেকআপ শেষ করার পর তা সেট করতে পাউডার বা স্প্রে ব্যবহার করুন। পাউডার বা স্প্রে ব্যবহার করলে মেকআপ ফিক্সড থাকে। মেকআপ নষ্ট হবে না।
  • অবশ্যই ম্যাট লিপস্টিক ব্যবহার করবেন। ম্যাট লিপস্টিক লাগালে লিপস্টিক দ্রুত উঠে যাবে না। এমনকি লিপস্টিক ছড়িয়ে পরারও সম্ভবনা নেই। নিশ্চিন্তে পছন্দমতো লিপস্টিক লাগিয়ে নিতে পারেন। মাস্ক খোলা বা পরার সময়ও লিপস্টিক নষ্ট হবে না।
  • মাস্ক পরার পর মুখে ঘাম হলে টিস্যু দিয়ে আলতো করে মুছে নিন। কিংবা ব্যাগে ফেস পাউডারের পাফও রেখে দিতে পারেন। তা দিয়ে আলতো করে চেপে চেপে ঘাম মুছে নিন।
  • ওয়াটারপ্রুফ আইলাইনার ও মাসকারা ব্যবহার করুন। চোখের মেকআপটা আকর্ষণীয় করে সাজতে পারেন। তবে গ্লিটার আইস্যাডো ব্যবহারে একটু সতর্ক থাকুন। তা যেন মুখের অন্য অংশে ছড়িয়ে না যায়। রাতের আনুষ্ঠানে যেতেই শুধু গ্লিটার স্যাডো ব্যবহার করা ভালো।
Link copied!