• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ত্বকের যত্নে মুখ পরিষ্কার করুন নিয়ম মেনে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২, ০৫:১৫ পিএম
ত্বকের যত্নে মুখ পরিষ্কার করুন নিয়ম মেনে

আমাদের বাহ্যিক সৌন্দর্যের অনেকখানি নির্ভর করে মুখের ওপর।💞 মুখ মলিন দেখালে যেন পুরো সৌন্দর্যটা কমতি থেকে যায়। আবার মুখের সৌন্দর্যের অনেকখানি নির্ভর করে সুন্দর ত্বকের ওপর। ত্বক সুন্দর না থাকলে মুখের সৌন্দর্য বৃদ্ধি পায় না। তাই নিয়মিত ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। আর এর প্রথম ধাপ হলো মুখ পরিষ্কার রাখা। ত্বকের যত্নে নিয়মিত পার্লারে যাচ্ছেন, ফেস প্যাক ব্যবহার করছেন কিন্তু মুখ ধোয়ার বিষয়ে সচেতনতা নেই। যার কারেণে নষ্ট হতে পারে আপনার মুখের সৌন্দর্য। মুখ ধোয়ার ভুল অভ্যাসের কারণেই অনেক সময় মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায়।

শীতের সময় বা গরমে, সবসময় হালকা গরম পানি দিয়ে মুখ পরিষ্কার করা ভালো। এর কারণ হলো, হালকা গরম পানি ত্বকের রক্তবাহিকার ক্ষতি করে না। এদিকে বেশি ঠান্ডা পানি দিয়ে মুখ পরিষ্কার করলে আমাদের ত্বক স্বাভাবিক শোষণক্ষমতা হারাতে পারে। নিয়মি♌ত সঠিক উপায়ে মুখ পরিষ্কার করলে ত্বক উজ্জ্বল হবে, ব্রণসহ ত্বকের নানা সমস্যা দূর হবে।

চলুন জেনে নেওয়া যাক মুখ সঠিকভাবে পরিষ্কার করা𒆙র কিছু নিয়ম

অপরিষ্কার হাতে মুখ পরিষ্কার করবেন না

অনেকেই আছেন যারা অপরিষ্কার হাতে মুখ পরিষ্কার করেন। এটি এক💜টি ভুল অভ্যাস। আপনি যদি অপরিষ্কার হাতে মুখে ফেসওয়াশ ব্যবহার করেন তবে হাতের ময়লা সরাসরি আপনার ত্বকে প্রবেশ করতে পারে। সেখান থেকে হতে পারে নানা ধরনের সংক্রমণ। তাই মুখে স্পর্শ করার আগে হাত পরিষ্কার করে নেওয়া জরুরি।

গরম পানি ব্যবহার করবেন না

ত্বকে খুব বেশি গরম পানি কখনোই ব্যবহার করবেন না। হালকা গরম পানি ব্যবহার করবেন𝕴 তবে খুব বেশি গরম বা ঠান্ডা পানি ব্যবহার𓆉 করবেন না। অনেকে শীতের সময়ে অতিরিক্ত গরম পানি ব্যবহার করেন মুখ ধোওয়ার কাজে। এর ফলে ত্বক তার স্বাভাবিক শুষ্কতা হারিয়ে ফেলে। যে কারণে ত্বকে দেখা দেয় ট্যানিং বা রুক্ষ্মভাব। তাই মুখ ধোওয়ার কাজে কখনোই গরম পানি ব্যবহার করবেন না।

মেকআপসহ মুখ ধুবেন না

অনেকে মুখে মেকআপসহই মুখ ধুয়ে ফেলেন। এটি ভুল প্রক্রিয়া। মুখ ধোওয়ার আগে অবশ্যই রিমুভার ব্যবহার করে মুখ পরিষ্কার করতে হ﷽বে। এর⛎পর পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। আপনি যদি মুখে মেকআপসহ মুখ ধুয়ে ফেলেন তবে ত্বকের ছিদ্রে মেকআপের কণা ঢুকে যেতে পারে। এই কণাগুলো ত্বকের ছিদ্র বন্ধ করে ত্বকের বিভিন্ন সমস্যার কারণ হতে পারে।

সঠিক উপাদানে মুখ পরিষ্কার করুন

মুখ পরিষ্কারের🐼 ক্ষেত্রে সঠিক উপাদান ব্যবহার না করলে তার নেতি🃏বাচক প্রভাব পড়ে ত্বকে। তাই মুখ পরিষ্কারের উপাদান কিনতে হবে ত্বকের ধরন বুঝে। কোনটি আপনার ত্বকের জন্য মানানসই বা উপকারী, তা জেনে কিনুন। মুখ পরিষ্কারের জন্য সাবান ব্যবহার করবেন না। সাবানে থাকা রাসায়নিক আপনার মুখের ত্বকের ক্ষতি করবে।

Link copied!