• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মশার কামড়ের চাকা দাগ কীভাবে সারাবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৪, ০৩:০৬ পিএম
মশার কামড়ের চাকা দাগ কীভাবে সারাবেন

গরম পড়তেই বাড়ছে মশার উপদ্রব। বৃষ্টির দিনে মশার বংশ বিস্তার বেড়ে যায়। তাই মশার উপদ্রবও বাড়ে। যতই সতর্ক থাকুন না কেন, মশা ঠ🍎িকই সুযোগ বুঝে কামড় বসিয়ে দিবে শরীরে। মশা কামড় দিলেই শরীরের সেই স্থান ফুলে যায় কিংবা লাল ছোপ ছোপ দাগ বসে যায়। র্যাশের মতো ছড়িয়ে পড়ে। অনেকের অ্যালার্জির মতোও হয়ে যায়। এমন উপসর্গকে চিকিৎসরা ‍‍`স্কিটার সিন্ড্রোম‍‍` বলেন। এই উপসর্গ থাকলে ত্বকের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে বলে জানান বিশেষজ্ঞরা।

মশার কামড়ের চাকা দাগ থেকে মুক্তির উপায় নিয়ে পরামর্শღ দিয়েছেন বিশেষজ্ঞরা। ত🌳াদের মতে, মশার কামড় থেকে ভয়ঙ্কর রোগ হতে পারে। ভাইরাসজনিত রোগ থেকে শুরু করে ত্বকের নানা সমস্যার কারণ হতে পারে মশার কামড়। ত্বকে চাকা চাকা ফোলা দাগ হলে কিছু করণীয় রয়েছে। যেমন_

  • নিমপাতা ভালো করে ধুয়ে বেটে নিন। এর সঙ্গে মধু মিশিয়ে ওই দাগের ওপর লাগান। বেশকিছুক্ষণ রাখুন। এবার তোয়ালে দিয়ে মুছে পরিষ্কার করুন।
  • প্রতিদিন নিমপাতা দিয়ে গরম করা পানিতে গোসল করতে পারেন। এতে অ্যালার্জির সমস্যা কমবে। মশার কামড় থেকে হওয়া অ্যালার্জির দাগও কমে যাবে।
  • কয়েকটি তুলসীপাতা এবং সামান্য কাঁচা হলুদ বেটে নিন। মশা কামড়ে দাগের অংশে লাগিয়ে নিন। তুলসীপাতা বাটা সেই মিশ্রণটি শুকাতে দিন। শুকিয়ে গেলে ভেজা কাপড় দিয়ে মুছে নিন। প্রতিদিন মেখে নিতে পারেন। দ্রুত সেরে যাবে।
  • মশার কামড়ের ফোলাভাব কমাতে বা দাগ সারাতে অ্যালো ভেরা জেলও ভালো কাজ করে। অ্যালোভেরার সঙ্গে কয়েক ফোঁটা মধু এবং কাঁচা হলুদ মিশিয়ে দাগের ওপর লাগিয়ে নিন। কিছুক্ষণ রেখে ধুয়ে নিন। দাগ ভালো হয়ে যাবে।
Link copied!