• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ইজতেমায় যৌতুকবিহীন বিয়ে আজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৪, ১২:৩৯ পিএম
ইজতেমায় যৌতুকবিহীন বিয়ে আজ
ইজতেমা। ছবি : সংবাদ প্রকাশ

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে এক শর বেশি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। শনিবার (৩ ফেব্রুয়ারি) বাদ আসর এই ব🍰িয়ে পড়াবেন ভারꦿতের মাওলানা জুহাইরুল হাছান।

এই যৌতুকবিহীন বিয়ে ইজতেমার একটি বিশেষ অলঙ্কার।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিব⛦ুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, একশ যুগলের বেশি যৌতুকবিহীন ব꧒িয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিবছর ৮০ থেকে ১৩০ যুগল পর্যন্ত যৌতুকবিহীন বিয়ে হয়ে থাকে।

এদিকে শনিবার বাদ ফজর বয়ান করেন মুম্ব⛎াইয়ের মাওলানা আব্দুর রহমান হাফি। বাদ জোহর মাওলানা ইসমাইল হাফি. (গোধরা), বাদ আসর ভারতের মাওলানা জুহাইরুল হাছান হাফি., বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা হাফি. বয়ান করবেন।

অপরদিক🌊ে বিশ্ব ইজতেমায় দায়িত্ব পালনকালে টঙ্গীর মিলগেট এলাকায় বাসের ধাক্কায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। ܫশুক্রবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতের নাম হ𓂃াসানুজ্জামান (৩০)। তিনি মানিকগঞ্জ জেলা পুলিশে কর্মকরত ছিলেন।

রোববা෴র আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমারꦿ প্রথম পর্ব। চারদিন বিরতির পর ৯ থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব। 

Link copied!