• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ঈদে ভারী মেকআপের পর মাসকারা তুলবেন কোন উপায়ে?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৪, ২০২২, ১২:২৮ পিএম
ঈদে ভারী মেকআপের পর মাসকারা তুলবেন কোন উপায়ে?

ঈদ মানে খুশি আর আনন্দ। ঈদের সময় বাইরে বেড়াতে যাওয়ার একটা ধুম পড়ে যায়। একটানা লম্বা ছুটিতে এবার অনেকে আত্মীয়স্বজনের বাড়িতে যাচ্ছে বেড়াতে। তা ছাড়া বন্ধুবান্ধবের বাড়িতে দাওয়াত খাওয়া তো লেগেই আছে। মেয়েরা বরাবরই সাজতে পছন্দ করে। কোথাও গেলে মেকআপ উপকরণই মেয়েদের প্🌞রথম পছন্দ। তা ছাড়া নিজেদের পরিপাটি রাখতেও মেকআপের সমকক্ষ কিছু নেই।

কাজল কালো চোখের সৌন্দর্য বাড়াতে মাসকারার জুড়ি মেলা ভার। মাসকারার ব্যবহার সবাই কমবেশি করে। আর ঈদের সাজে তো মাসকারা অবশ্যই থাকবে। তবে মাসকারা তোলার সঠিক উপায় জানেন কী? চোখের মাসকারা সঠিক নিয়মে না তুললে হতে পারে নানান সমস্꧙যা। তাই ভারী মেকআপের পর অবশ্যই চোখের মাসকারা সুন্দরভাবে পরিষ্কার করুন।

চলুন জেনে নেওয়া যাক মাসকারা তোলার সহজ উপায় 

মেকআপ রিমুভার ব্যবহার করুন

তুলোয় কয়েক ফোঁটা মেকআপ রিমুভার নিয়ে নিন। তারপর চোখের ওপর কয়েক মিনিট রেখে দিন। অবশ্যই চোখ বন্ধ কর𒀰ে রাখবেন। এরপর চোখ ধীরে ধীরে মুছে নেবেন। ঘষে ঘষে মুছবেন না।

মাসকারা রিমুভার ব্যবহার করুন

বাজারে হরেক ব্র্যান্ডের মাস্কারা রিমুভার কিনতে পাওয়া যায়। আপনি অনায়াসেই সেগুলো ব্যবহার ক💖রতে পারেন। চোখের পাতায় মাসকারা রিমুভার লাগিয়ে নিন। কিছুক্ষণ রেখে মাসকারা মুছে ফেলুন।

নারকেল তেল ব্যবহার করুন

নারকেল তেল দিয়ে আপনি সহজেই মাসকারা তুলতে পারেন। নারকেল তেলে তুলো ভিজিয়ে চোখের ওপর এক মিনিট রেখে 𓄧দিন। এবার হা♛লকা হাতে মাসকারা মুছে নিন। মাসকারা উঠে আসবে।

পানির ঝাপটা দিন

অনেকে মেকআপ না তুলেই ঘুমিয়ে পড়েন। দীর্ঘ সময় ধরে মাসকারা পরে থাকলে চোখের পাতার চুল উঠে আসার আশঙ্কা বꦗেড়ে যায়। এই ভয়ংকর অভিজ্ঞতা এড়িয়ে যাওয়ার জন্য ঘুমতে যাওয়ার আগে মেকআপ তুলে চোখে পানির ঝাপটা দিতে হবে। তবে ভুলেও ঘষবেন না।

Link copied!