• ঢাকা
  • শুক্রবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৪, ২২ ভাদ্র ১৪৩১, ২ রবিউল আউয়াল ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সাধারণ জ্বর নাকি ডেঙ্গু, বুঝবেন যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪, ০৩:৪৯ পিএম
সাধারণ জ্বর নাকি ডেঙ্গু, বুঝবেন যেভাবে
ছবি: সংগৃহীত

এই সময় ঘরে ঘরে জ্বর, কাশি, গলাব্যাথার প্রকোপ বাড়ছে। আর এই জ্বর হলো নানান রোগের উপসর্গ। আবার এই সময় ডেঙ্গুর প্রকোপ বাড়ে।🦄 তাই জ্বর হলে তার লক্ষণ দেখে বুঝতে হবে এইটা সাধারণ জ্বর🎉 নাকি ডেঙ্গু। একটু সচেতন হলেই দুই জ্বরকে আলাদা করা খুব কঠিন নয়।

ভাইরাল জ্বরের ক্ষেত্রে সর্দি, গলাব্যথা, শরীরে হালকা ব্যথা, দুর্বল🍌তার মতো উপসর্গ থাকতে পারে। তবে ডেঙ্গু রোগীদের জ্বরের তীব্☂রতা অনেক বেশি হয়। এছাড়াও থাকে আরও কিছু লক্ষণ। চলুন দেখে নেই কীভবে বুঝবেন আপনার সাধারণ জ্বর নাকি ডেঙ্গু-

ভাইরাল জ্বর

  • জ্বর কখনও ১০২ ওঠেও, তার পর পানি, জ্বরের ওষুধে জ্বর দ্রুত নামে
  • সঙ্গে সর্দি, কাশি, গলা খুসখুস ও ঠান্ডা থেকে মাথা যন্ত্রণা থাকে
  • শরীর দুর্বল থাকে।
  • কখনও কখনও সারা শরীরের মাংসপেশিতে ব্যথা হয়
  • ঠিক সময়ে চিকিৎসা করালে অসুখ ও দুর্বলতা সারতে ১ সপ্তাহ সময় নেয়

ডেঙ্গু

  • সাধারণভাবে ডেঙ্গুর লক্ষণ হচ্ছে জ্বর। ১০১ ডিগ্রি থেকে ১০৩ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। জ্বর একটানা থাকতে পারে, আবার ঘাম দিয়ে জ্বর ছেড়ে দেয়ার পর আবারও জ্বর আসতে পারে।
  • তীব্র পেট ব্যথা।
  • মাত্রাতিরিক্ত বমি হওয়া
  • গায়ে র‌্যাশ, চুলকানি, ডায়েরিয়া।
  • দাঁতের মাড়ি দিয়ে, নাক দিয়ে কিংবা মলদ্বার দিয়ে রক্ত পড়া শুরু হয়।
  • গলাব্যথা, ঢোক গিলতে কষ্ট।

জ্বর হলে উপরের উপসর্গের সঙ্গে কোনোটা মিলে গেলে চি𓂃কিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। ডেঙ্গু থেকে বাচঁতে সব🌼াইক সতর্ক হতে হবে।

Link copied!