লন্ডন থেকে ঢাকায় এসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্💖রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর✨্মিলা রহমান সিঁথি।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএ🔯নপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন তিনি।
বিএনপির💞 মি꧃ডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সবশেষ 🌺চলতি বছরের ২৮ জানুয়ারিতে ঢাকা🎀য় এসেছিলেন শর্মিলা রহমান।
☂খালেদা জিয়ার ছোট ছেলে কোকো প্রায় এক দশক আগে মারা যান। এরপর থেকে শর্মিলা রহমান সন🔜্তানদের নিয়ে লন্ডনে থাকছেন। সেখানে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান সপরিবারে ‘রাজনৈতিক আশ্রয়ে’ রয়েছেন।
শর্মিলা রহমানের ঢাকা আসাকে কেন্দ্র করে খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার ✤বিষয়টি আবার সামনে এসেছে। খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার বিষয় নিয়ে বিএনপির ও চিকিৎসকদের পক্ষে থেকে বলা হচ্ছে- ফ্লাইট করার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা সৃষ্টি হলে তাকে বিদেশে নেওয়া হবে।
বিএনপির একট💜ি সূত্র বলছে, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য নেও♊য়া হতে পারে। কারণ এর আগে যুক্তরাষ্ট্রের তিনজন চিকিৎসক ঢাকায় এসে খালেদা জিয়ার অস্ত্রোপচার করে গেছেন।
ছেলের বউ এবং আত্মীয়স্বজনদের কাছে মানসিকভাবে ফুরফুরে মেজাজে আছেন খালেদা জিয়া। নামাজ-কালাম ও পরিবারের ⛦সদস্যদের সঙ্গে গল্প 💮করে দিন কাটছে তার।