• ঢাকা
  • শুক্রবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৪, ২২ ভাদ্র ১৪৩১, ২ রবিউল আউয়াল ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


২০ বছর ও ১৪০ ম্যাচ পর জিতলো ৩৩ হাজার মানুষের দেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৪, ০৬:২০ পিএম
২০ বছর ও ১৪০ ম্যাচ পর জিতলো ৩৩ হাজার মানুষের দেশ
ছবি: প্রতীকী

২০ বছর পর ও ১৪০টি ম্যাচ পর ফুটবলে জয় পেলো মাত্র ৩৩ হাহার মানুষের দেশ সান ম্যারিনো। বাংলাদেশের চেয়েও নীচে যাদের ফুটবলের অবস্থান, সেই সান ম্যারিনো ইউরোপীয় নেশনস লিগের এক খেলায় ১-০ গোলে জয় পেয়েছে লিচেনস্টাইনের বিপক্ষে। বৃহস্পতিবার রাতে এই ম্যাচের ৫৩ মিনিটের সময় জয়সূচক গোলটি করেন নিকো সেনসোলি। তার আগে অবশ্য একটি গোল করেছিল লিচেনস্টাইন। তবে অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। ম্যাচের শেষ দিকে অবশ্য গোল করার তীব্র চেষ্টা করে লিচেনস্টাইন দল। কোনক্রমে তাদের সব আক্রমণ নষ্ট করে ন༺িজেদের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন সান ম্যারিনোর খেলোয়াড়রা। এই ম্যাচের আগে সান ম্যারিনো ২০৫টি ম্যাচ খেলেছে। তার মধ্যে একটি জয়, ড্র ১১টিতে আর বাকি সব ম্যাচে পরাজয় তাদের। ২০০৪ সালে প্রথম ও শেষ বারের মতো জিতেছিল সান ম্যারিনো। ইতিহাসে আন্তর্জাতিক ম্যাচ জিতলো তারা দ্বিতীয় বারের মতো। 🐼প্রথম জয়টিও এসেছিল এই লিচেনস্টাইনের বিপক্ষেই।

Link copied!