• ঢাকা
  • রবিবার, ০১ ডিসেম্বর, ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ভিটামিন সি-এর ঘাটতি পূরণে লেবু ছাড়া আর কী খাবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৪, ০৬:০২ পিএম
ভিটামিন সি-এর ঘাটতি পূরণে লেবু ছাড়া আর কী খাবেন
ছবি: সংগৃহীত

ভিটামিন সি- এর কথা বললেই চলে আসে লেবুর কথা। কিন্তু অনেকেই আছেন লেবু বা এজাতীয় ফল খেতে অনেকের অস্বস্তি হয়, অ্যাসিডিটি হয়। কেউ আবার আছেন যারা লেবু খেতে অপছন্দ করেন। কিন্তু আমাদের শরীরের জন্য অত্যাবর্শকীয় একটি উপাদান ভিটামিন ভিটামিন সি। 
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সহ শরীর সুস্থ রাখতে অত্যন্ত কার্যকরী এই ভিটামিন। তাই ভিটামিন সি আছে এমন খাবার খাওয়া জরুরি। চলুন জেনে নেই ভিটাꦫমিন সি-এর ঘাট𒈔তি পূরণে কী কী খাবার খাবেন-

আমলকি
পুষ্টি এবং ঔষধি গুণে পরি෴পূর্ণ আমলকী আপনাকে নানাভাবে সুস্থ থাকতে সাহায্য করবে। এতে আছে উচ্চ মাত্রায় ভিটামিন সি। যা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালℱী করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১০০ গ্রাম আমলকি থেকে ৬০০ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়। আমলকি ত্বক ও চুলের জন্যেও বিশেষ উপকারী, ভিটামিন সি থাকায় রোগ প্রতিরোধকারীও।

পেয়ারা
পেয়ারা তে আছে ৩৭৭ কিলোগ্রাম ভিটামিন ‘সি’। যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। পেয়ারায় রয়েছে ফাইবারও। ফলে পেয়ারা খেলে পেট ভর꧂ে যায় দ্রুত। রোগ প্রতিরোধেও সাহায্য করে ফলটি।

বেল পেপার
১০০ গ্রাম বেল পেপারে রয়েছে ☂১৯০ মিলিগ্রাম ভিটামিন সি। চোখ ভাল রাখতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে বেল পেপার।

পাকা পেঁপে
একটি ছোট পাকা পেঁপেতেꦆ থাকে ৯৫.৬ মিলিগ্রাম ভিটামিন সি।

শাক
পালংশাক, পুইশাক, লাউশাক ইত্যাদি যেকোনো সবুজ শাღকেই আছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’। তাই ♔শরীরের ভিটামিন ‘সি’-এর বাড়তি চাহিদা পূরণ করতে খেতে পারেন বিভিন্ন ধরনের সবুজ শাক।

টমেটো
টমেটোর𓃲 জুসে অবাক করা ভিটামিন সি পাওไয়া যাবে। এই পানীয় খেলে অনেক উপকার মেলে। পুষ্টিবিজ্ঞানীরা জানাচ্ছেন, ১ কাপ টমেটোর জুসে আছে প্রায় ১২৫ মিলিগ্রাম ভিটামিন সি।

ব্রকোলি
১০০ গ্রা𒈔ম ব্রক♔োলিতে ৮৯ মিলিগ্রাম ভিটামিন সি মেলে বিদেশী এই সবজিতে।

স্ট্রবেরি
এক কাপ স্ট্রবেরিতে পাওয়া যায় ৫৩ মিলিগ্রাম ভিট꧂ামিন সি। এই ফল ত্বকের জন্য অত্যন্ত উপকারি।

এছাড়া সবুজ পাতা গোত্রের সব সবজিতে পাওয়া যাবে এই ভ꧋িটামিন। কিছু মসলাজাতীয় উদ্ভিদ যেমন: কাঁচা মরিচ, পুদিনাপাতা বা পার্সলেপাতা ভিটামিন সির ভাল🌜ো উৎস।

Link copied!