• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রঘু ডাকাতরূপে দেব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১, ০১:৪০ পিএম
রঘু ডাকাতরূপে দেব

বাস্তবে রঘু ডাকাতের কোনো অস্তিত্ব নেই। তবে প্রচলিত গল্প মারফত জানা যায়, রঘু ডাকাত ছিলেন গরিবের রবিনহুড, যিনি দিনে দিনমজুরের কাজ করতেন আর রাতে ধনীদের বাড়িতে ডাকাতি🃏 করতেন। গল্পের সেই রঘু ডাকাত পর্দায় আসছেন দে🌞বের হাত হাত ধরে। ছবির পরিচালক ধ্রুব ব্যানার্জী।

মসলাদার ছবির গণ্ডি থেকে দেব বেরিয়ে এসেছেন অনেক আগেই। গল্পপ্রধান চরিত্রে আজকাল অভিনয় করছেন। সেই ধারাবাহিকতায় রঘু ডাকাতরূপেಌ হাজির হচ্ছেন তিনি।

এরই মধ্𝓀যে প্রকাশ পেয়েছে ‘রঘু ডাকাত&r▨squo; সিনেমার প্রথম লুক। এটি নির্মিত হচ্ছে ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স’ ও ‘শ্রী ভেঙ্কটেশ ফিল্মস’-এর যৌথ প্রযোজনায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার নামটি ঘোষণা কর🌳ে দেব লেখেন, “আজ এই নিশি অমাবস্যায় শক্তি আরাধনার পুণ্য লগ্নে এক অজানা কাহিনীর উন্মোচন—নীল বিদ্রোহে সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা।”

এবারের দুর্গাপূজা উপলক্ষে বেশ ভালো ব্যবসা করেছে দেবের ‘গোলন্দাজ’। আর তাতেই নাকি সাহস পেয়ে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর পরে রঘু ডাকাতকে ফেরাতে চলেছেন সিনেমাটির পরিচালক। এদিকে কিছুদিন আগে প্রকাশ পায় দেবের অপর সিনেমা ‘কাছের মানুষ’-এর প্রথম মোশন পোস্টার। এতে মুখ্য চরিত্রে রয়েছেন প্রসেনজ🌠িৎ চট্টোপাধ্যায়, দেব ও ইশা সা✅হা। 

Link copied!