• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিভেদ ভুলে এক সিনেমায় মিঠুন-দেব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২২, ০২:৪৮ পিএম
বিভেদ ভুলে এক সিনেমায় মিঠুন-দেব

টালিউডের জনপ্রিয় দুই অভিনেতা মিঠুন চক্রবর্তী ও (দীপক অধিকারী) দেব। রাজনৈতিক মতাদর্শের🌞 কারণে দেব-মিঠু♒নের অবস্থান এখন দৃশ্যের দুই মেরুতে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তাদের কার্যক্রম এ অবস্থার জন্ম দিয়েছে। কিন্তু রাজনৈতিক অবস্থানকে পেছনে ফেলে সিনেমার স্বার্থে এবার এক হলেন এই দুই তারকা। অভিজিৎ সেনের ‘প্রজাপতি’ সিনেমায় বাবা-ছেলের চরিত্রে দেখা যাবে তাদের।  

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, বছর দেড়েক আগে ‘প্রজাপতি’ সিনেমার ঘোষণা করেন নির্মাতা। কিন্তু মিঠুনের অসুস্থতার কারণে বেশ কয়েকমাস পিছিয়ে যায় সিনেমাটির শুটিংয়ের কাজ। সব বাধা কাটিয়ে গতকাল শুটিং শুরু করেন নির্মাতা। এতে অংশ নেন দেব-মিঠুন।
দীর্ঘ বিরতির পর সিনেমায় ফিরে আসা প্রসঙ্গে মিঠুন বলেন, “এতদিন, 🅷ততদিন বুঝি না; এখন যে কাজ ভালো লাগে সেটাই করি। দেখলেন তো ওটিটিতেও কাজ করলাম। সব ল্যান্ডমার্ক। প্রজাপতিতে অনেকদিন পর কাজ করছি; এটি একদম অন্যরকম।”

সিনেমাটি নিয়ে দারুণ আশা♉বাদী দেব। এ অভিনেতা বলেন, “এই সিনেমার স্ক্রিপ্ট দেখেই বলেছিলাম, এটা মিঠুনদার চরিত্র; উ𝐆নি প্রথমবারেই রাজি হয়ে যান। অসাধারণ একটা গল্প।”

বর্তামনে কলকাতার সল্টলেকের আইএ ব্লকের ২০২ নম্বর বাড়ি আপাতত দেব-মিঠুনের কয়েকদিনের ঠিকানা। এই সিনেমার সুবাদে ৪৬ বছর পর একফ্রেমে দেখা যাবে মিঠুন ও মমতা শঙ্করকে। সিনেমাটিতে দেবের নায়িকা শ্বেতা ভট্টাচার্য। তা ছাড়াও অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখার্জির মতো শিল্পীরা। আগামী বড় দিনে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতা।
 

Link copied!