• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘ইন্ডিয়া’ নাম মুছে ফেলতে চান কঙ্গনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৪, ২০২১, ১১:৪৭ এএম
‘ইন্ডিয়া’ নাম মুছে ফেলতে চান কঙ্গনা

বিতর্কের সঙ্গে হাত ধরাধরি করে চলতে ভালোবাসেন কঙ্গনা রাণৌত। কিছু দিন পর পর বিকর্তিক মন্তব্য করে সমালোচনার জন্ম দেন এই বলিউড অভিনেত্রী। সেই ধারাবাহিকতায় এবার ‘ইন🐎্ডিয়া’ নাম মুছে ফেলার কথা বলে বিতর্কের জন্ম দিলেন তিনি। 

সামাজিক 🐈যোগাযোগ মাধ্যমে কঙ্গনা লেখেন, “ভারত তখনই নিজেদের শ্রেষ্ঠত্ব তুলে ধরতে পারবে, যখন দেশটি তাদের আধ্যাত্মিকতা ও প্রজ্ঞায় মোড়ানো প্রাচীন আমলের অসাধারণ সভ্যতায় ফিরতে পারবে। বিশ্ব আমাদের তাকিয়ে দেখবে এবং আমরা বৈশ্বিক নেতা হিসেবে আবির্ভূত হব। আমরা নগরায়ণের দিকে এগিয়ে যাব, তবে পশ্চিমা বিশ্বকে নকল করে নয়। আমরা আমাদের শেকড় বেদ, গীতা ও যোগব্যায়াম ধরে রাখব। আমরা কি দাসত্বের নাম ইন্ডিয়া থেকে ভারতে ফিরে আসতে পারি না?”

এই অভিনেত্রী বলছেন, “ভারতের নাম ইন্ডিয়া দিয়েছে ব্রিটিশর🌟া। ইন্ডিয়ার আক্ষরিক অর্থ সিন্ধু নদের পূর্ব দিক। বলুন তো, কেউ কি কোনো সন্তানকে আলাদা আলাদা অঙ্গের নামে ডাকতে পারে। বিষয়টির গোড়াতেই গলদ রয়েছে। এবার ‘ভারত’ নাম নিয়ে বলতে দিন। নামটি তিনটি সংস্কৃত শব্দ থেকে এসেছে। তিনটি সংস্কৃত শব্দ—‘ভা’ অর্থে ‘ভাব’, ‘র’ অর্থে ‘রাগ’ ও ‘ত’ অর্থে ‘তাল’ মিলিয়ে ভারত শব্দটি তৈরি হয়েছে।’

এখানেই শেষ করেননি কঙ্গ♈না। বলেন, “হ্যাঁ, আমাদের পূর্বপুরুষরা দাসত্বের মধ্যে ছিল। সভ্যতার সঙ্গꦬে সংস্কৃতি, রীতিনীতি ও সৌন্দর্যবোধের ব্যাপারগুলোও বিবর্তিত হয়েছে। প্রত্যেকটা নামেরই একটা প্রাণ আছে। ব্রিটিশরা এটা জানত। আর তাই তারা বিভিন্ন জায়গার ও স্থাপনায় নতুন নতুন নাম দেয়। আমাদের অবশ্যই হারানো খ্যাতি ফিরিয়ে আনতে হবে। ভারত নাম দিয়েই হোক শুরু।”

Link copied!