• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নায়ক জাফর ইকবালের আজ জন্মদিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২, ০২:৩৯ পিএম
নায়ক জাফর ইকবালের আজ জন্মদিন

ঢাকাই সিনেমার চিরসবুজ নায়ক জাফর ইকবাল। অভিনয়ে নৈপুণ্য ও দারুণ স্টাইলের জন্য আজও তি𓂃নি দর্শক হৃদয়ে উজ্জ্বল। অকালপ্রয়াত এ নায়কের জন্মদিন আজ।

১৯৫০ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকার গুলশানে জন্ম হয় এ নায়কের। দেশবরেণ্য কণ্ঠশিল্পীꦑ শাহানাজ রহমতুল্লাহ তার ছোট ব𒊎োন। বড় ভাই আনোয়ার পারভেজও একজন নন্দিত সুরকার ও সংগীত পরিচালক।

পারিবারিক আবহের কারণেই জাফর ইকবাল প্রথমে গায়ক হিসেবে পরিচিতি পান। ১৯৬৬ সালে ব্যান্ড গড়ে তুলে বিভিন্ন প্রোগ্রামে গান গাইতে থাকেন তিনি। তিনি 🌊‘পিচঢালা পথ’ সিনেমাতেও গান করেন।

ঘটনাচক্রে জড়িয়ে যান সিনেমায়। মুক্তিযুদ্ধের আগে কবরীর বিপরীতে ‘আপন পর’ সিনেমায়র মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুর꧑ু করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন 🅰জাফর ইকবাল।

পরবর্তীকালে ‘সূর্যসংগ্রাম’ও এর সিকুয়াল ‘💯সূর্যস্বাধীন’ সিনেমায় ববিতার বিপরীতে অভিনয় করেন। ১৯৭৫ সালে ‘মাস্তান’চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অভিনয় করেಌ জনপ্রিয়তা পান।

ক্যারিয়ারে জাফর ইকবাল ১৫০টি চলচ্চিত্রে অভিনয় করেন। নন্দিত নায়🍸িকা ববিতার সঙ্গে তার জুটি ছিল দর্শক নন্দিত। ববিতার বিপরীতে ৩০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

জাফর ইকবাল অভিনীত উল্💛লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- ভাই বন্ধু, চোরের বউ, অবদান, সাধারণ মেয়ে, একই অঙ্গে এত রূপ, ফকির মজনুশাহ, দিনের পর দিন, অংশীদার, মেঘবিজলী বাদল, সাত রাজার ধন, আশীর্বাদ, অপমান, এক মুঠো ভাত, নয়নের আলো, ওগো বিদেশিনী,𝐆 নবাব, প্রতিরোধ ইত্যাদি।

একই সঙ্গে গায়ক হিসꦇেবেও💧 তিনি ছিলেন জনপ্রিয়। ‘বদনাম’ সিনেমায় তার গাওয়া ‘হয় যদি বদনাম হোক আরও’ আজও শ্রোতাদের অন্তরে দাগ কেটে যায়। ১৯৯১ সালে ২৭ এপ্রিল চল্লিশ বছর বয়সে মারা যান জাফর ইকবাল।

 

Link copied!