• ঢাকা
  • বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মরণোত্তর দেহ দান করবেন স্পর্শিয়া


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৩, ০৬:৫৫ পিএম
মরণোত্তর দেহ দান করবেন স্পর্শিয়া
নিজের ত্রিশতম জন্মদিনে মরণোত্তর দেহদানের বিষয়টি জানান দেন স্পর্শিয়া। ছবি : ফেসবুক থেকে

মরণোত্তর দেহ দান করবেন মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এরই ম🌟ধ্🔯যে এ ব্যাপারে যাবতীয় আনুষ্ঠানিকতা সেরেও নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

আজ ৮ ডিসেম্বর, স্পর্শিয়ার জন্মদিন। নিজের ত্রিশতম জন্মদিনে মরণোত্তর দেহদাꦿনের বিষয়টি ফেসবুকে জানান দেন তিনি।

ফেসবুকে স্পর্শিয়া লিখেছেন, “আজ আমার ত্রিশতম জন্মদিনে বাংলাদেশᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚের মানুষদের জন্য, আমার মায়ের অনুমতি নিয়ে, বাংলাদে♐শের আইন মোতাবেক ও ধর্মীয় পরিপূর্ণ জ্ঞান নিয়ে, আমি অর্চিতা স্পর্শিয়া সম্পূর্ণ স্বেচ্ছায়, কারো দ্বারা প্ররোচিত না হইয়া, মৃত্যুর পর আমার চক্ষু ও দেহ বাংলাদেশ সরকারকে দান করিয়াছি।”

এই মডেল আরও লিখেছেন, “আমার মৃত্যুর পর আমার পরিবার বা আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব কেউ যদি মৃতদেহ দেওয়ায় বাধা সৃষ💎্টি করে তাহলে তা সর্ব আদালতে বাতিল বলে গণ্য হবে। সবার কাছে সুন্দর জীবন ও স্বাভাবিক মৃত্যুর দোয়া কামনা করছি। আগামীর পথ সহজ কাটুক, ভালোবাসায় কাটুক, দোয়ায় রাখবেন।”

জানা গেছে, এর মধ্🐠যে বিষয়টি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে স্পর্শিয়া চূড়ান্ত আলাপ করেছেন। তাই মৃত্যুর পর কলেজসংশ্লিষ্ট ব্যক্তিরা তার মরদেহ নিয়ে যাবেন ঢাকা♏ মেডিকেল কলেজে।

♉বিজ্ঞাপনচিত্রের ღমডেল হিসেবে স্পর্শিয়ার কাজের শুরুটা হয়েছিল ২০১১ সালে। ‘আমাদের দেশটা স্বপ্নপূরী’ শিরোনামের জিঙ্গেলের টেলিকম প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে কাজ করে দর্শকের নজর কাড়েন তিনি। এরপর নাটক, টেলিছবি আর চলচ্চিত্রেও সমানতালে অভিনয় করেছেন। কয়েক মাস আগে শেষ করেন পিকলু চৌধুরীর ‘দাওয়াল’ ছবির কাজ। 

Link copied!