• ঢাকা
  • বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


গায়িকা মাইলির বিরুদ্ধে গান চুরির মামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০৪:৩৭ পিএম
গায়িকা মাইলির বিরুদ্ধে গান চুরির মামলা
গায়িকা মাইলি সাইরাস। ছবি: সংগৃহীত

মার্কিন গায়িক💟া মাইলি সাইরাস, তার সহগীতিকার গ্রেগরি হেইন ও♐ মাইকেল পোলাকের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার গান চুরির অভিযোগে  লস অ্যাঞ্জেলেসে এই মামলা হয় বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম রোলিং স্টোন।

মাইলির বিরুদ্ধে অভিযোগ, তিনি মার্কিন গাꦑয়ক ব্রুনো মার্সের ২০১৩ সালে প্রকাশিত গান ‘হোয়েন আই ওয়াজ ইওর ম্যা✤ন’-এর অংশবিশেষ নিজের ‘ফ্লাওয়ার্স’ গানে ব্যবহার করেছেন।

মাইলির বিরুদ্ধে মামলা করেছে টেম্পো মিউজিক ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি, যাদের কাছে ‘🐽হোয়েন আই ওয়াজ ইওর ম্যান’-এর আংশিক স্বত্ব আছে।

মামলা নিয়ে প্রতিক্রিয়া জানতে মাইলি সাইরাসের সঙ্গে যোগা꧂যোগ করেও সাড়া পায়নি মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি। অভিযোগ প্রমাণিত হলে মাইলিকে বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হবে।

২০২৩ সালের ১২ জানুয়ারি প্রকাশিত ‘ফ্লাওয়ার্স’ মাইলি সাইরাসের ক্যারিয়ারের অন্যতম জনপ্রিয় গান। ‘এন্ডলেস সামার ভ্যাকেশন’ অ্যালবামের গানটি মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে ২ দশমিক ৭ বিলিয়নের ꦏবেশি স্ট্রিমিং হয়েছে।

Link copied!