• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


তমা-রাফির প্রেমের সম্পর্কে ফাটল, যা বললেন নির্মাতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০৩:১২ পিএম
তমা-রাফির প্রেমের সম্পর্কে ফাটল, যা বললেন নির্মাতা
তমা মির্জা ও রায়হান রাফি। ছবি: সংগৃহীত

বহুদিন ধরেই সিনেমাপাড়ায় চর্চার কেন্দ্রে চলচ্চিত্র নির🤪্মাতা রায়হান রাফি ও চিত্রনায়িকা তমা মির্জার 𝕴প্রেমের খবর। যদিও বরাবরই নিজেদের সম্পর্ককে ‘জাস্ট ফ্রেন্ড’ বলে আখ্যা দিয়ে আসছেন তারা।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জুটির নানা খুনসুটি ও রায়হান রাফির পরপর কিছু সিনেমায় তমা মির্জার অভিনয়ের পর থেকেই তাদের সম্পর্কের বিষয়টি নিয়ে প্রশ্ন জোরালো হয়েছে। গত কয়েক বছর ধꦅরে চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন চলছে। মাঝে মাঝে আবার সেই গুঞ্জন কিছুটা আড়ালও হয়। ২০২২ সালে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছিল―প্রেম করছেন রাফি ও তমা মির্জা। এছাড়াও কয়েকবার এ ধরনের গু🐠ঞ্জন উঠেছে। শুরুতে এসব একদমই পাত্তা দিতেন না তারা। এ কারণে মন্তব্যও করতেন না তমা মির্জা কিংবা রাফি।

এদিকে জন্মদিনে তাদের একে-অপরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেয়া পোস্ট দেখে নেটিজেনরা প্রায়ই মন্তব্য করে থাকেন, হয়তো বন্ধুত্বের থেকেও বেশি কিছু রয়েছে তাদের মধ্যে। আবার একাংশের ধারণা, কেবলই হয়তো বন্ধু ত💃ারা। যদিও গত বছর বিভিন্ন সংবাদমাধ্যমে এ ব্যাপারে তমা মির্জা ও রাফি জানিয়েছেন, তাদের মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক। এছাড়া অন্য কোনো সম্পর্ক নেই।

এরইমধ্যে আবার নতুন করে আলোচনায় তমা মির্জা ও রাফির মধ্যকার সম্পর্কে ফাটল ধরেছে। কিন্তু আসলেই কি তাই? সম্প্রতি এ ব্যাপারে একটি চ্যানেলে খোলামেলা কথা বলেছেন রাফি। অনুষ্ঠানে নির্মাতার কাছে জানতে চাওয়া হয়, অভিনেত্রী তমার সঙ্গে সম্পর্ক আগের মতো মধুর, আরও অধিকতর মধুর ন♐াকি তিক্ততায় আছে এখন?

এ প্রশ্নের জবাবে রাফি বলেন, তিক্ততায় যায়নি। আগের মতোই বন্ধুত্বের জায়গায় আছে দু’জনার মধ্যকার সম্পর্কটা। আমাদের নিয়ে যে গুঞ্জন রয়েছে, সেটা আসলে নেই। এরপরই মাঝের গু💮ঞ্জন নিয়ে প্রশ্ন রাখা হয়, আগের সব কি কেবলই গুঞ্জন ছিল, নাকি কিছু সত্যি|

‘দহন’ খ্যাত নির্মাতা বলেন, আসলে সেসব কেবলই গুঞ্জন ছিল। তবে আমাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্বের সম্পর্ক, যা আগেও ছিল এবং এখনো আছে। কিন্তু আমাদের নিয়ে মা꧒নুষ যেটা ভাবে, সไেটি নেই।

রায়হান রাফির পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্ম। পরে আবার তাদের দেখা যায়, ‘৭ নম্বর ফ্লোর’, ‘সুড়ঙ্গ’ সিনেমায়। গতবছর মুক্তি পেয়েছিল সিনেমাটি। এ সিনꦗেমায় আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেꦕন তমা।

ঢাকাই সিনেমার পরিচিত মুখ তমা মির্জা। ২০১০ সালে ফিল্মপাড়ায় পা রাখেন তিনি। ‘বলো না তুমি আমার’♏ সিনেমার মাধ্যমে অভিষেক হয় তার। তারপর বেছে বেছে অভিনয় করেছে বেশ কয়েকটি সিনেমায়। ২০১৫ সালে ‘নদীজন’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তমা।

Link copied!