• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিয়ে করে হানিমুনে চার্লি পুথ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০২:১০ পিএম
বিয়ে করে হানিমুনে চার্লি পুথ
গায়ক চার্লি পুথে ও ব্রুকি সানসোন। ছবি: সংগৃহীত

বিয়ে সেরেছেন ১০ দিন আগেই। বর্তমানে হানিমুন উপভোগ করছেন। বলছি জনপ্রিয় মার্কিন গায়ক চার্লি পুথের কথা। গত ৭ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোতে নিজ বাড়িতে গাঁটছড়া বাঁধেন এই গায়ক। দীর্ঘদিনের বান্ধবী ও বাগদত্তা ব্রুকি সানসোনকে বিয়ে করেছেন তিনি। বুধবা🐎র (১৭ সেপ্টেম্বর) ইনস্টাগ্𓆉রামে বিয়ের একগুচ্ছ ছবি প্রকাশ করে অনুরাগীদের সুখবরটি জানিয়েছেন।

ছবি পোস্ট করে চার্লি পুথ লিখেছেন, ‘আমি তোমাকে ভালোবাসি ব্রুক... আমি সব সময় আমার সর্বোচ্চটা💮 দিয়ে তোমার সঙ্গে আছি। প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমি আমার জীবনের প্রতিটি দিন তোমাকে ভালোবাসব। আর যখন আমরা আমাদের পরবর্তী ধাপে যাব আরও বেশি করে ভালোবাসব।’

বিয়ে

তিনি আরও লিখেছেন, ‘ব্রুক অ্যাশলে সানসোন এখন থেকে তুমি ব্র🌠ুক অ্যাশলে পুথ। আমাকে সবচেয়ে সুখী মানুষ করার জন্য তোমাকে ধন্যবাদ। এটা সবসময় তুম💙িই ছিলে।’ 

বর্তমানে এই নবদম্পতি হানিমুন উপভোগ করছেন। গত ১৫ সেপ্টেম্বর ত♌াদের ইতালির কোমোতে দেখা যায়। এ সময় চার্লিকে ডোরাকাটা শার্ট এবং সাদা প্যান্টে দেখা গিয়েছে। অন্যদিকে ব্রুকের পরনে ছিলে চেরি প্যাটার্নের ম্যাচিং ব্রালেট এবং প্যান্ট।

বিয়ের পর হানিমুনে

২০২২ সালের ডিসেম্বরে চার্লি পুথের ৩১তম জন্মদিনে নিজেদের সম্পর্কের ঘোষণা দেন তারা। এরপর গত বছরের সেপ্টেম্বরে বান্ধবী ব্রুকিকে বিয়ের প্রস্তাব দিতে নিউইয়র্কে উড়ে যান চার্লি পুথ। বান্ধবীর কাছ থেকে ইতিবাচক উত্তর পেয়ে ইনস্টাগ্রামে বাগদানের ঘোষণ𒐪া দিয়ে চার্লি পুথ লিখেছিলেন, ‘আমি আজ সবচেয়ে সুখী এবং আমার জীবন সবচেয়ে বিকশিত—এ সবকিছুর পেছনে তোমারই ♎অবদান, ব্রুকি।’ সূত্র: ডেইলি মেইল 

Link copied!