• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অক্ষয়ের সিনেমা আমার ভালো লাগে না: স্বারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২, ১২:৪৮ পিএম
অক্ষয়ের সিনেমা আমার ভালো লাগে না: স্বারা

ব🍎েশ কিছুদিন ধরেই বলিউড সিনেমাগুলো প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হচ্ছে। কয়েকটি সিনেমা ছাড়া বেশিরভাগই বক্স অফিসে খুব বেশি সাড়া ফেলতে পারেনি। কিছু সংগঠন সিনেমা বয়কটেরও ডাক দিচ্ছে। এতে ক্ষতির মুখে পড়ছেন নির্মাতা-অভিনেতারা।

সম্প্রতি বলিউড সিনেমা বয়কট নিয়ে কথা বলেছেন স্বারা ভাস্কর।🧸 এক সাক্ষাৎকারে এই বলিউড অভিনেত্রী বিস্ফোড়ক মন্তব্য করেন। স্বারা জানান, অক্ষয় কুমারের সিনেমা ভালো লাগে না।

এ প্রসঙ্গে অꦡভিনেত্রী বলেন, “আমরা গল্প বলি, আর সেটা আমাদের সৎ ভাবে করা উচিৎ। আমার মনে হয় বলিউডকে নিজের প্রচারের একটা প্ল্যাটফর্ম বানিয়ে নেওয়া ঠিক নয়। আমার অক্ষয় কুমারের সিনেমা ভালো লাগে না, আমি বিষয়বস্তুর সঙ্গে সহমত হতে পারি না। তার মানে এই নয় আমি চাইব তার সিনেমা ফ্লপ হোক বা মুক্তিই না পাক।”

এদিকে অতীতে অনেকবারই বিভিন্ন সংগঠনের রোষানলে পড়েছেন স্বারা। একাধিকবার তাকেও বয়কটের দাবি উঠেছে। এই অভিনেত্রী মনে করেন, সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে যে কোনো মানুষ সমালোচনা করতেই পারে। তার ভাষায়, “আগে সবার ধারণা ছিল, স্বারাই হলো আসল সমস্যা। আমরা আসলে স্বেচ্ছাচারের ধারণাকে বৈধকরণ করার চেষ্টা করে এসেছি। জনতার উন্মত্ততা থেকে কেউই বাঁচতে পারব🧸ে না। হ্যাঁ, আমি শুౠধু লাইনের সামনে আছি।”

গত কয়েক বছর বক্স অফিসে টানা হিট সিনেমা উপহার দিয়েছেন অক্ষয় কুমার। কিন্তু তার সর্বশ🧔েষ কয়েকটি ♚সিনেমা মোটেও আশানুরূপ ব্যবসা করতে পারেনি। দেশাত্ববোধ, ধর্মের টান— কোনো কিছু দিয়েই প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারছেন না তিনি।

অক্ষয় কুমার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাঠপুতলি’। এছাড়া ‘ওএমজি টু’, ‘রাম সেতু’, ‘বড়ে মিয়া ছোট মিয়া’, ‘সেলফি’ সিনেমায় দেখা যাবে এই অভিনেতাকে।
বেশ কিছুদিন ধরেই বলিউড সিনেমাগুলো প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হচ্ছে। কয়েকটি সিনেমা ছাড়া বেশিরভা𝄹গই বক্স অফিসে খুব বেশি সাড়া ফেলতে পারেনি। কিছু সংগঠন সিনেমা বয়কটেরও ডাক দিচ্ছে। এতে ক্ষতির মুখে পড়ছেন নির্মাতা-অভিনেতারা।

সম্প্রতি বলিউ𓆏ড সিনেমা বয়কট নিয়ে কথা বলেছেন স্বারা ভাস্কর। এক সাক্ষাৎকারে এই বলিউড অভিনেত্রী জানান, অক্ষয় কুমারের সিনেমা ভালো লাগে না।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আমরা গল্প বলি, আর সেটা আমাদের সৎ ভ🌃াবে করা উচিৎ। আমার মনে হয় বলিউডকে নিজের প্রচারের একটা প্ল্যাটফর্ম বানিয়ে নেওয়া ঠিক নয়। আমার অক্ষয় কুমারের সিনেমা ভালো লাগে না, আমি বিষয়বস্তুর সঙ🐼্গে সহমত হতে পারি না। তার মানে এই নয় আমি চাইব তার সিনেমা ফ্লপ হোক বা মুক্তিই না পাক।”

এদিকে অতীতে অনেকবারই বিভিন্ন সংগঠনের রোষানলে পড়েছেন স্বারা। একাধিকবার তাকেও বয়কটের দাবি উঠেছে। এই অভিনে🃏ত্রী মনে করেন, সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে যে কোনো মানুষ সমালোচনা করতেই পারে। তার ভাষায়, “আগে সবার ধারণা ছিল, স্বারাই হলো আসল সমস্যা। আমরা আসলে স্বেচ্ছাচারের ধারণাকে বৈধকরণ করার চেষ্টা করে এসেছি। জনতার উন্মত্ততা থেকে কেউই বাঁচতে পারবে না। হ্যাঁ, আমি শুধু লাইনের সামনে আছি।”

গত কয়েক বছর বক্স অফিসে টানা হিট সিনেমা উপহার দিয়েছেন অক্ষয় কুমার। কিন্তু তার সর্বশেষ কয়েকটি সিনেমা মোটেও আশানুরূপ ব্যবসা করতে পারেনি। ꦿদেশাত্ববোধ, ধর্মের টান— কোনো কিছু দিয়েই প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারছেন না তিনি।

অক্ষয় কুমার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাঠপুতলি’। এছাড়া ‘ওএমজি টু’, ‘রাম সেতু’, ‘বড়ে মিয়া ছোট মিয়া’, ‘সেলফি’ সিনেমায় দেখা যাবে এই অভিনেতাকে।
 

Link copied!