• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


প্রেমের বিয়ে, তবু আলাদা থাকতেন দু‍‍জন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৫, ২০২২, ০২:৪১ পিএম
প্রেমের বিয়ে, তবু আলাদা থাকতেন দু‍‍জন

টালিউডের দু‍‍জন কাজপাগল মানুষ তরুণ মজুমদার ও সন্ধ্যা রায়। বাস্তব জীবনে এই তারা স্বামী-স্ত্রী। সোমবার (৪ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে এসএসকেএম হাসপাতালে তরুণ মজুমদার শেষনিশ্বাস ত্যাগ করেন। স্বামীর মৃত্যুর খবরে ভ𒁏েঙে পড়েছেন সন্ধ্যা।

সন্ধ্যা রায় বলেন, ‘‘জানি না আজ কী বলব। আজ গুছিয়ে কথা বলার দিন নয়। অন্য এক দিন যোগাযোগ করা হলে হয়তো অনেক কিছু বলতে পারব। ওকে নিয়ে কথা বলতে গেলে শেষ হবে না। অনেক স্মৃতি আছে। ২৫ বছরে তো কম স্মৃতি তৈরি হয়নি। ওকে শেষবার দ🧸েখতে যাব কি না, জানি না। ও অনেক কিছু করেছে। আমি শুধু সঙ্গী মাত্র।’’

অসুস্থতার খবর জানার পর থেকেই নাওয়া-খাওয়া ভুলেছিলেন। তরুণ মজুমদারকে দেখতে এসএসকেএম-ও ছুটে🦩 গিয়েছিলেন সন্ধ্যা। তবে সিসিই🐼উতে থাকায় দেখা পাননি।

এদিকে বেশ কয়েক ধরেই আলাদা থাকতেন দু‍‍জনে। এর কারণ যদিও খোলাসা করেননি কেউই কখনো। কেউ কেউ বলছেন খাতায় কলমে এখনো তারা স্বামী-স্ꦚত্🐼রী, আবার কেউ কেউ বলছেন বিচ্ছেদ হয়ে গিয়েছিল বছর কয়েক আগেই। তবে কাজপাগল দুটো মানুষই ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেননি কখনোই সেভাবে।

ষাট-সত্♑তরের দশক ছিল তরুণ মজুমদার-সন্ধ্যা রায় জুটির। ‘একটুকু বাসা’ এবং ‘আলোর পিপাসা’ ছবি দুটি বানিয়েছিলেন তরুণ মজুমদার। যথাক্রমে সৌমিত্র 🧜চট্টোপাধ্যায় এবং বসন্ত চৌধুরী নায়ক। দুটি ছবিতেই নায়িকা সন্ধ্যা রায়। এই জুটির জনপ্রিয় ছবি ‘ঠগিনী’, ‘ফুলেশ্বরী’, ‘পলাতক’, ‘নিমন্ত্রণ’, ‘কুহেলি’, ‘সংসার সীমান্তে’। এ ছাড়া, ‘বালিকা বধূ’, ‘দাদার কীর্তি’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’সহ তরুণবাবুর প্রায় সব ছবিতেই সন্ধ্যা রায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

 

Link copied!