• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘দেশের চেয়ে টাকা বড়?’ মোস্তাফিজকে প্রশ্ন সুজনের


ফারজানা ববি
প্রকাশিত: মে ৯, ২০২২, ০৪:২৮ পিএম
‘দেশের চেয়ে টাকা বড়?’ মোস্তাফিজকে প্রশ্ন সুজনের

টেস্টে মোস্তাফিজুর রহমানের খেলার✤ তেমন আগ্রহ নেই- অজানা নয়। সাদা ও লাল বলের আলাদা চুক্তির বিষয়টি সামনে এলে এটি আরও সুস্পষ্ট হয়। কারণ তিনি লাল বলের চুক্তিতে সই করেননি।

চোট আশংকায় মোস্তাফিজকে টেস্টে তেমন বিবেচনাও করা হয়নি। গত আড়াই বছরে মাত্র দুটি টেস্ট খেলেছেন তিনি। সামনেই শ্রীলঙ্কা সিরিজ। মোস্তাফিজ খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আই🎐পিএল), দিল্লি ক্যাপিটালসের হয়ে। দলের বেশ কয়েকজন বোলারের ইনজুরিতে ঘুরে-ফিরে আবার এসেছে মোস্তাফিজের নাম। সেই প্রসঙ্গ আসতেই আবার বিতর্ক উস্কে দিলেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

মিরপুরে সাংবাদিকদ🃏ের মুখোমুখি হয়ে সুজন বলেন, “আমি চাই ম🎀োস্তাফিজ টেস্ট খেলুক। আমাদের এত বোলার কই? ইবাদত, তাসকিন, শরিফুল, খালেদ, রাহি (আবু জায়েদ)... এরপর? বলতে গেলে বাংলাদেশের সেরা ফাস্ট বোলার মোস্তাফিজই। এদিকে, তাসকিন ইনজুরিতে। শরিফুলও ইনজুরিতে পড়তে পারে। মোস্তাফিজ থাকলে দলের ভারসাম্য ঠিক থাকত।”

মোস্তাফিজের আইপিএলের প্রসঙ্গ আসতেই সুজন বলেন, "টেস্টের চেয়ে অন্য ফরম্যꦛাটে টাকার অঙ্ক বেশি। আইপিএল খেললে হয়তো ২-৪ কোটি টাকা পাবে। কিন্তু ক্রিকেট কি টাকার চেয়ে বড় নয়? দেশ টাকার চেয়ে বড় নয়? যেহেতু ওকে ছুটি দিয়েছি, ও খেলুক। এখন বিরক্ত করতে চাই না। কিন্তু আমি চাই ওয়েস্ট ইন্ড🏅িজের বিপক্ষে অন্তত একটা টেস্ট খেলুক।"

Link copied!