• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


প্যারিস অলিম্পিক

বিশ্ব জিমন্যাস্ট রানী বাইলসের টানা দ্বিতীয় স্বর্ণ জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২, ২০২৪, ০৭:৪৩ এএম
বিশ্ব জিমন্যাস্ট রানী বাইলসের টানা দ্বিতীয় স্বর্ণ জয়
সিমোন বাইলস। ছবি: সংগৃহীত

বিশ্ব জিমন্যাস্টিক রানী বলাই যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের ‍‍‘ব্লাক ডায়মন্ড‍‍’ খ্যাত সিমোন বাইলসকে। এবারের প🌟্যারিস অলিম্পিকে দ্বিতীয় স্বর্ণপদক জিতলেন ২৭ বছর বয়সী সর্বকালের সেরা নারী জিমন্যাস্ট বাইলস। 

দলগত ইভেন্টের পর এবার ব্যক্তিগত ইভেন্টে বৃহস্পতিবার শ্রেষ্ঠত্ব দেখালেন। এটা তার নবম অলিম্পিক পদক🎐, ষষ্ঠ স্বর্ণ জয়।&nbs𒐪p;

আট বছর আগে রিও অলিম্পিকে জিতেছিলেন চারটি স্বর্ণপদক। তবে মানসিকভাবে অসুস্থ থাকায় চার বছর আগে ওটোকিও আসরে মাত্র একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। 

আর্টিস্টিক জিমনা𒁏স্টিক্সের অলরাউন্ড ইভেন্টটি ভল্ট দিয়ে শুরু করেন বাইলস। সেখানে তিনি ১৫.৭৬৬ স্কোর করেন। আনইভেন বারসে ১৩.৭৩৩, ব্যালান্স বিমে ১৪.৪৬৬ এবং ফ্লোর এক্সারসাইজে ১৫.০৬৬ স্কোর করে 🔜প্রথম হন বাইলস। বাইলস থেকে ১.১৯৯ স্কোর কম করে দ্বিতীয় হন ব্রাজিলের রেবেকা আনদ্রাদে। বাইলসের চেয়ে ২.৬৬৬ স্কোর কম করে তৃতীয় হন আরেক মার্কিনি সুনিসার।

Link copied!