• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


যে আক্ষেপ নিয়ে ফুটবলকে বিদায় বললেন কিংবদন্তি মার্তা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৪, ০২:২৩ পিএম
যে আক্ষেপ নিয়ে ফুটবলকে বিদায় বললেন কিংবদন্তি মার্তা
মার্তার (ডানে) বিদায় ঘোষণায় সতীর্থরা কান্নায় ভেঙে পড়েন। ছবি : সংগৃহীত

নারী ফুটবলে গত দেড় যুগের মহাতারকা ব্রাজিলের মার্তা ভিয়েরা দ্য সিলভা। পাঁচবারের (৬) বেশি ফিফার সেরা নারী বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন। এ ছাড়া তার মতো পাঁচটি বিশ্বকাপে গোল করার কীর্তি নেই আর কারও (পুরুষ ফুটবলেও)। কিন্তু একটি বিশ্বকাপ কিংবা অলিম্পিকে কোনো সোনা জেতা নিয়ে তার আক্ষেপ ছিল। সেই অপূর্ণতা নিয়েই ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন মেয়েদের ফুটবলের এই ব্রাজিলিয়ান ক𒁃িংবদন্তি।

শনিবার রাতে প্যারিস অলিম্পিক ফুটবলের সোনা জেত�꧃�ার লড়াইয়ে ব্রাজিলকে ১-০ গোলে পরাজিত করে যুক্তরাষ্ট্রের মেয়েরা।

৩৮ বছর বয়সী মার্তার ক্যারিয়ার ব্যক্তিগত সাফল্য ও রেকর্ডে ভরা। কিন্তু দলীয় অর্জনে প্রাপ্তি একবার বিশ্বকাপে রানার্সআপ আর অলিম্প🍸িকে তিনট𒅌ি রৌপ্য।

২০০৪ এবং ২০০৮–এর পর তৃতীয় অলিম্পিক রৌপ্য পেয়ে ফুটবলের বুটজোড়া তোলার ঘণ্টা বেজে গেছে মার্তার। বিদায়বেলায় স্মরণ করলেন অতীত স্মৃতি, ‘যখন ২০০৪, ২০০৮ সালে রৌপ্যপদক পাই, আমি এখনকার মতো এতটা গর্ববোধ করিনি। কারণ আরও একটি অলিম্পিক ফাইনালে খেলতে ১৬ বছরের অপেক্ষা করতে হয়েছে। যা ব্রাজিলের কেউ বিশ্বাসও করেনি। এই পদক সেই গর্ব ফিরিয়ে এনেছে, দেখিয়েছে ব্রাজিলের মেয়েরা প্রতিদ্বন্দ্বিতা করতে জানে, প্রতিভা আছে এবং তার যথাযথ মূল্যায়💞ন দরকার।’

তিনি বলেন, ‘নিশ্চিতভ🍎াবেই অলিম্পিকে এটি আমার শেষ অংশগ্রহণ, এমনকি বিশ্বকাপ কিংবা কোনো আনুষ্ঠানিক প্রতিযোগিতায় আমাকে আর দেখা যাবে কি না সংশয় আছে। কিন্তু কখনই আমি ফুটবল থেকে দূরে থাকব না, এটি নিশ্চিত।’

Link copied!