• ঢাকা
  • সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ১১ ভাদ্র ১৪৩১, ২০ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


দেশের বড় সম্পদ সাকিবকে নিয়ে মামলা অপ্রত্যাশিত : শান্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ০১:৫২ পিএম
দেশের বড় সম্পদ সাকিবকে নিয়ে মামলা অপ্রত্যাশিত : শান্ত
নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

সাকিব আল হাসান। বাইশগজে যেমন বরাবরই প্রাসঙ্গিক, মাঠের বাইরেও তেমন তুমুল আলোচিত এবং সমালোচিত। পাকিস্তানের বিপক্ষে রূপকথার মতো এক জয়ের পরও তাকে ঘিরে আলোচনা থামছে না। ক্রিকಌেট মাঠের অলরাউন্ডার রাজনীতির সঙ্গে জড়িয়ে হয়েছেনไ বিতর্কিত।

ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলার আসামি করা হয়েছে টাইগার এই বিশ্বসেরা অলরাউন্ডারকে। এমনকী তাকে দেশে ফিরিয়ে আনতে ♋🦩বিসিবিতে পাঠানো হয়েছে লিগ্যাল নোটিশও।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, সাকিব ভাই আমাদের দেশের অনেক বড় সম্পদ। দীর্ঘ ১৮ বছর বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন তিনিই। সাকিব ভাইয়ের নামে এ✨মন মামলা অপ্রত্যাশিত। নতুন বাংলাদেশ, আমরা সবাই নতুন কিছু দেখতে চাই। আশা করি সকল আঁধার কেটে, নতুন আলো আসবে!’

সাকিবের বিরুদ্ধে মামলাটিকে ‘মিথ্যা মামলা’ বলে অভিহিত করেছেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। সামাজিক যোগাযোগমাধ্যমে মুমিনুল লিখেছেন, ‘দেশের ক্রিকেটে সাকিবের হাত ধরে এসেছে কত জয়! সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি! ঘটনার সময় সাকিব ভাই কানাডায় খেলছিলেন। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে। যে ছাত্র-জনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম, সেই বাংলাদেশে প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রা𒀰নি অপ্রত্যাশিত। সাকিব ভাই সব সময়ই দলের সবার জন্য অনুপ্রেরণা। আপনার ভালো-খারাপ সব সময়ই পাশে আছি সবাই।’

পেসার রুবেল হোসেন লিখেছꦚেন, ‘বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে অভাগা একজন রাজনীতিবিদ যার ৬/৭  মাস রাজনীতির ক্যারিয়ারে পাঁচ মাসের মতই ছিলেন দেশের বাইরে। আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু। বাংলাদেশের সমস্ত ক্রিকেটার আপনার পাশে আছে, সাকিব ক্রিকেটেই সুন্দর রাজনীতিতে নয়।’

পেসার শরিফুল ইসলাম সাকিবের সাথে দুটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘সবসময়ই ভালবাসার আরেক নাম💞 সাকিব আল হাসা⛦ন আছে থাকবে।’

সাব্বির রহমান লিখেছেন, ‘Shakib Al Hasan.  যার জন্য বিশ্ব ক্রিকেট বাংলাদেশকে চেনে। শ্রদ্ধা ভালোবাসা থা💝কবে সব সময়।’

প্রসঙ্ꦯগত, গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে সাকিবকে। এ ছাড়া মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,🌼 ওবায়দুল কাদেরসহ আরও ১৫৬ জনকে।

Link copied!