ভারতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর (আইএমডি)। এ অবস্থায় ত্রিপুরাসহ দেশটির রাজ্যে লাল সতর্কতা (রেড অ্যালা🍌র্ট) জারি করা হয়েছে।
রোববার (২৫ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন🅷্ডিয়ার এক প্রতিবেদনে এ 🍌তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ভারতের বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের শঙ্কায় লাল সতর্কতা জারি করেছে আইএমডি। বিশেষ করে, দেশটির পশ্চিম ও মধ্যাঞ্ღচলে পরবর্তী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
রেড অ্যালার্ট জারি ক💃রা রাজ্যগুলো হলো- গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, মধ্য প্রদেশ, রাজস্থান, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা। এছাড়া উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক ও রাজস্থানে কমলা সতর্কতা (অরেঞ্জ অ্যালার্ট) জারি করা হয়েছে।
এদিকে, হিন্দুস্তান টাইমস𒁃ের খবরে বলা হয়েছে, ত্রিপুরায় আরও বৃষ্টিপাতের শঙ্কায় দক্ষিণ ত্রিপুরা জেলায় লাল সতর্কতা 💝এবং ধলাই ও গোমতী জেলায় কমলা সতর্কতা বজায় রেখেছে আইএমডি।
রাজ্যটিতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বဣেড়ে ২৬ জনে পৌঁছেছে, বাস্তুচ্যুত হয়েছেন ১ লাখ ১৭ হাজারের🦋 বেশি মানুষ।