• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


লো স্কোরিং ম্যাচেও শ্রীলঙ্কার বড় জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৪, ০৭:৪০ পিএম
লো স্কোরিং ম্যাচেও শ্রীলঙ্কার বড় জয়
উইকেট লাভের পর উচ্ছ্বসিত শ্রীলঙ্কার কালুপাহানা। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব🎃-১৯ যুব💯 বিশ্বকাপ ক্রিকেট আসরে খুব বড় স্কোর করেনি শ্রীলঙ্কা দল। তারা মাত্র ১৩৩ রানে অলআউট হয়ে যায়। জবাবে নামিবিয়া ২৭ ওভারে মাত্র ৫৬ রানে অলআউট হয়ে যায়। তবে এই লো স্কোরিং ম্যাচেও লঙ্কান দল ৭৭ রানের বড় জয় পেয়েছে নামিবিয়ার বিপক্ষে। 

১৩৪ রানের জয়ের টার্গেট নিয়ে ব্যাটে নেমে কোনো রান না করেই প্রথম উইকেট হারায় নামিবিয়া। আউট হন রেন্সবার্গ। এরপর পর আসা আর যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন ব্যাটাররা। দলের পক্ষে বিগনাট সর্বোচ্চ অপরাজিত ১৮ রান করেন। এছাড়া, বাডেনহস্ট ১১, জোহানেস ৩, ভিসাগি ৭, ভুরেন ৩, অধিন🍸ায়ক ভোলসেংক ২, ব্রাসেল ১ ও হেনরি ভ্যান উইক ২ রান করেন।  

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে বিশ্ব লাহিরু ও ཧপেরেরা ৩টি করে এ𒊎বং কালুপাহানা ২টি উইকেট লাভ করেন। 

এরআগে টস হেরে প্রথমে শ্রীলঙ্কা ব্যাট করতে নামে। নামিবিয়ার জꦑাচো ভ্যান ভুরেন ও জোহানেস ডি ভিলিয়ার্সের মারাত্মক বোলিংয়ে শ্রীলঙ্কার ব্যাটাররা কেউ সুবিধা করতে পারেননি। দলের পক্ষে সুপান ওয়াডুগে সর্বোচ্চ অপরাজিত ৫৬ রান করেন। এছাড়া, রুসান্ডা গামাগে ১৭, শানমুগানাথান ১৩ ও অধিনায়ক সিনেথ জয়াবর্ধনে ১০ রান করেন। দলের আর কেই ডাবল ফিগারে পৌঁছতে পারেননি। 

নামিবিয়ার ভুরে𒆙ন ২৩ রানে ৪টি এবং জোহানেস ꦛ১৯ রানে ৩টি উইকেট লাভ করেন। 

ম্যাচসেরা নির্বাচিত হন বিজয়ী দলের সুপান ওয়াডুগে। 
 

Link copied!