• ঢাকা
  • রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ৩ ভাদ্র ১৪৩১, ১৩ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সাবালেঙ্কাকে বিদায় করে সেমিতে রুশ কিশোরী আন্দ্রেভা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৬, ২০২৪, ০৬:৫৯ পিএম
সাবালেঙ্কাকে বিদায় করে সেমিতে রুশ কিশোরী আন্দ্রেভা
সাবালেঙ্কাকে হারানোর পর মিরা আন্দ্রেভা। ছবি : সংগৃহীত

ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে পৌঁছে দারুণ চমক সৃষ্টি করেছেন রাশিয়ার ১৭ বছর বয়সী কিশোরী মিরা আন্দ্রেভা। ক্য꧋ারিয়ারের সবচেয়ে দামি জয় পেয়েছেন তিনি বিশ্বের দুই নম্বর নারী টেনিস তারকা আরিনা সাবালেঙ্কার বিরুদ্ধে।

প্রথম সেটের মাঝখানে চিকিৎসাদের সঙ্গে কথা বলতে দেখা গে✅ছে দ্বিতীয় বাছাই সাবালেঙ্কাকে। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। তিনি এক সময় ম্যাচ থেকে অবসর নেওয়ার কথাও বিবেচনা করেছিলেন।

বিশ্বের ৩৮ নম্🌸বর খেলোয়াড় আন্দ্রেভা বেশ লড়াইয়ের পর ৬-৭(৫-৭), ৬-৪ ও ৬-৪ সেটে জয়ী হন বেলারুশের সাবালেঙ্কার বিরুদ্ধে।

১৯৯৭ সালের পর এই প্রথম এতো অল্প বয়সী খেলোয়াড় হিসেবে গ্রান্ড স্লামের সেমিফাইনালে উঠলেন আন্দ্রেভা। ওই বছর ইউএস ওপেনের শেষ চারে উঠেছিলেন ১৭ ব𓂃ছর বয়সী মার্টিনা হিঙ্গিস।

সেমিফাইনালে আন্দ্রেভা খেলবেন জেসমিন পাওলিনির বিপক্ষে। বুধবার চতুর্থ বাছাই ইতালির পা🥂ওলিনি শেষ আটের ম্যাচে এলেনা রাইবাকিনার বিপক্ষে জয়লাভ করেন।  

ম্যাচ জেতার পর আন্দ্রেভা বলেন, ‘সত্যি বলতে আমি ম্যাচের আগে খুবই নার্ভাস ছিলাম, আম🐠ি জানতাম সাবালেঙ্কা ফেভারিট। আমার একটি পরিকল্পনা ছিল। আমি শুধু আমার মতো করে খেলার চেষ্টা করেছি।’

আন্দ্রেভ💃া এর আগে দুই বার সাবালেঙ্কার মুখোমুখি হন এবং উভয় ম্যাচেই পরাজিত হন।  

✱সাবালে✅ঙ্কা ২০২২ সালের ফ্রেঞ্চ ওপেনের পর এই প্রথম গ্রান্ড স্লামে সেমিফাইনালের আগেই পরাজিত হলেন।  

Link copied!