• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রোহিত-কোহলি- সূর্যকুমাররা ভারতের দুর্বলতা?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৩, ২০২৪, ০৫:১৭ পিএম
রোহিত-কোহলি- সূর্যকুমাররা ভারতের দুর্বলতা?
বিরাট কোহলি, রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব। ছবি : সংগৃহীত

ভারতীয় দলের তিন শক্তি রোহিত শর্মা, বিরাট 🅺কোহলি ൲ও সূর্যকুমার যাদবকে তিন দুর্বলতা বলে মনে করছেন দেশটির সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ জুন প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত। তার আগে দলের কোচ রাওহুল দ্রাবিড়কে সতর্ক করলেন তার এক সময়ের সতীর্থ পাঠান। তার মতে, এই তিন ক্রিকেটারের জন্য দলের ভারসাম্যে সমস্যা হচ্ছে।

এক টিভি চ্যানেলে পাঠান বলেন, ‘বিশ্বকাপে ভারত দুরকমের দল খেলাতে পারে। এক ক্ষেত্রে অক্ষর প্যাটেলকে ধরে ছয় জন বোলার খেলানো যেতে পারে। অন্য ক্ষেত🥂্রে চার জন প্রধান বোলারের পাশাপাশি হার্দিক পান্ডিয়া ও শিবম দুবেকে খেলানো যেতে পারে। ভারতের কাছে আর একটা বিকল্প রয়েছে। সে নেটে বল করলেও ম্যাচে সে রকম বল করেনি। তার নাম যশস্বী জয়সওয়াল। শিবমও আইপিএলে তেমন বল করেনি। কিন্তু নেটে রোজ বোলিং অনুশীলন করেছে। দ্রাবিড়কে প্রথম একাদশ ঠিক করার ক্ষেত্রে অলরাউন্ডারের দিকটা ভাল ভাবে দেখতে হবে।’

তিনি বলেন, ‘হার্দিক যদি ৩-৪ ওভার বল করে তা হলে সমস্যা অনেকটা মিটে যাবে। বিরাট, রোহিত ও সূর্য বল করবে না। তাতে দলে একটা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। যদি এদের মধ্যে কেউ বল করত তা হলে ভাল হত। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে প্রথম সাত ব্যাটারের মধꦦ্যে অনেকেই বল করতে পারে। ফলে ওদের হাতে বিকল্প অনেক বেশি থাকে। টি-টোয়েন্টিতে যে দলের হাতে বিকল্প যত বেশি, সেই দলের তত সুবিধা।’

পাঠানের সুরেই কথা বলেছেন ভারতের আর এক সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জেকার। তিনি বলেন, ‘ভারতীয় দলে অলরাউন্ডার কম। এটা দলকে দুর্বল করছে। দলে অন্তত তিন থেকে চার জন 🐻দরকꦑার, যারা ব্যাট করার পাশাপাশি বল করতে পারে। নইলে বড় দলের বিরুদ্ধে সমস্যা হবে।’

 

Link copied!