• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মায়ামির হয়ে শিরোপা জিতে নতুন রেকর্ড মেসির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৩, ০২:২২ পিএম
মায়ামির হয়ে শিরোপা জিতে নতুন রেকর্ড মেসির
ছবি: সংগৃহীত

লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামিকে প্রথম শিরোপার স্বাদ পাইয়ে দিলেন লিওনেল মেসি। সঙ্গে নিজের কেব♉িনেটে ৪৪তম শিরোপা যোগ করলেন তিনি। এই শিরোপা জয়ের মাধ্যমে ফুটবলের সর্বোচ্চ শিরোপা জয়ী খেলোয়াড় হয়ে গেলেন আর্জেন♐্টিনার এই সুপারস্টার। এতদিন এই রেকর্ডে মেসির সঙ্গে যৌথভাবে ছিলেন তারই বার্সেলোনার সতীর্থ দানি আলভেস।

ব্রাজিলিয়ান তারকা আলভেস এখন যৌন নিপীড়ন মামলায় জেলে রয়েছেন। তাই বলাই যায় তিন মেসཧির শিরোপা জয়ের রেকর্ডে ভাগ বসাতে পারবেন না। মেসির💞 পেশাদার ফুটবল ক্যারিয়ারে লা লিগা ২০০৪-৫ মৌসুমের শিরোপা জয় দিয়ে শুরু। এরপর আর্জেন্টিনার হয়ে ২০০৫ সালে যুব অলিম্পিক। লিওনেল ৩টি ক্লাব ও আর্জেন্টিনা ফুটবল দলের হয়ে এখন পর্যন্ত মোট ৪৪টি শিরোপা জিতেছেন। তিনি কোন কোন টুর্নামেন্ট থেকে এই শিরোপাগুলো জিতেছেন এক নজরে সেগুলো দেখা যাক—

 

মেসির ৪৪ শিরোপা

বার্সেলোনার হয়ে মোট ৩৫টি

লা লিগা : ১০টি
কোপা দেল রে: ৭টি
সুপারকোপা: ৮টি
চ্যাম্পিয়নস লিগ: ৪টি
উয়েফা সুপার কাপ: ৩টি
ফিফা ক্লাব বিশ্বকাপ: ৩টি

পিএসজি হয়ে মোট ৩টি
লিগ ‘আঁ’: ২টি
ট্রফি দে চ্যাম্পিয়নস: ১টি

ইন্টার মায়ামি হয়ে ১টি
লিগস কাপ: ১টি

আর্জেন্টিনার হয়ে মোট ৫টি
ফিফা বিশ্বকাপ : ১টি
কোপা আমেরিকা : ১টি
লা ফিনালিসিমা : ১টি
অলিম্পিক : ১টি
যুব বিশ্বকাপ : ১টি
 

Link copied!