• ঢাকা
  • শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১, ১০ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


লাল মাটির উইকেটেই বাংলাদেশের সঙ্গে লড়বে ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৪:১১ পিএম
লাল মাটির উইকেটেই বাংলাদেশের সঙ্গে লড়বে ভারত
চেন্নাইয়ে লাল মাটির উইকেটে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ ও ভারত। ছবি : সংগৃহীত

বাংলাদেশ দল পাকিস্তানের মাটিতে ২-০ജ ব্যবধানে টেস্ট সিরিজ জেতায় ভারত বেশ ভালোভাবেই নিচ্ছে টাইগারদের চ্যালেঞ্জ। যেভাবে দল গঠন করার চিন্তা ছিল ভারতের সেটা তারা করেনি। পুরো শক্তিশালী দল ঘোষণা করেছে। এবার পিচ নিয়েও তাদের বিশেষ চিন্তা।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামের পিচ স্লো বলেই সবাই জানে। এই পিচে বাংলাদেশের বিপক্ষে দুই ম🍸্যাচের 🐎সিরিজের প্রথম টেস্ট খেলবে ভারত। আত্মবিশ্বাসী দল বাংলাদেশের জন্য কী ধরনের উইকেট প্রস্তুত করবে ভারত, তা নিয়ে স্বাভাবিকভাবেই আলোচনা হচ্ছে।

টাইগ♏ারদের বিপক্ষে ভারতের কৌশল কেমন হতে প💛ারে, তা অনেকটা ঠাওর করা যাবে পিচের ধরন দেখে। ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্থান টাইমস’ জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে পিচের কৌশল বদলায়নি ভারত। অর্থাৎ স্লো উইকেটের পিচেই খেলবে রোহিত শর্মা।

স্লো উইকেটের পিচ সাধারণত লাল মাট🦄ির হয়ে থাকে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য সꦡেই লাল মাটির পিচই প্রস্তুত করেছে ভারত।

চেন্নাইয়ের পিচ স্পিনারদের জন্য সহায়ক। সে কথা মাথায় রেখে স্কোয়াডে চারজন স্পিনার রেখেছে ভারত। তারা হলেন- রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও কুলদিপ যাদব। অন্যদিকে বাংলাদেশ স্কোয়াডেও রয়েছে ৪ স্পিনার। তারা হলেন- বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান, অর🌌্থোডক্স স্পিনার তাইজুল ইসলাম, ডানহাতি স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও ডানহানি স্পিনার নাইম হাসান।

হিন্দুস্থান টাইমস জানিয়ে🦂ছে, শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুশীলন করেছে ভারত। ম্যাচের জন্য লাল মাটির পিচ প্রস্তুত করলেও ভারতের ব্যাটাররা অনুশীলন করেছেন কালো মাটির পিচে।

অনুশীলনে কোহলিরা নিউজিল্যান্ডের বিপক্ষে হোমসিরিজের প্রস্তꦯুতিও ন🎐িচ্ছেন একই সঙ্গে। তারা বোলার বেছে নিয়েছেন বাংলাদেশের সাকিব ও তাইজুল এবং নিউজিল্যান্ডের অ্যাজাজ প্যাটেল, মিচেল স্যান্টনার ও রাচিন রাবিন্দ্রার কথা মাথায় রেখে।

বাংলাদেশ স্বভাবত স্পিনার নির্ভর দল। তবে পাকিস্তানের বিপক্ষে নতুন বাংলাদেশকে দেখা গেছে। এই সফরে গিয়ে প্রথমবারের মতো এক ইনিংসে পুরো ১০ উইকেট নিয়েছেন পেসাররা। ভারতের বিপক্ষে তাই পেসারদের ওপর আত্মবিশ্বাস থাকবে বাংলাদেশের। এক্ষেত্রে অগ্রপথিক হিসেবে থাকবেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নไাহিদ রানা ও খালেদ আহমেদরা।

 

Link copied!