• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মামলা আতঙ্ক নিয়ে মুখ খুললেন মাহিয়া মাহি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৪:২৪ পিএম
মামলা আতঙ্ক নিয়ে মুখ খুললেন মাহিয়া মাহি

জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। অভিনয়ের পাশাপাশি যুক্ত আছেন রাজনীতিতে। আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে ছিলেন মাঠে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটꩲির প্রার্থী হতে চেয়েছিলেন এই চিত্রনায়িকা। নৌকার মনোনয়ন না পেলেও নির্বাচনে হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী। ফেলও করেছেন।

এদিকে কোটা সংস্কার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই আতঙ্কে আছেন আওয়ামীপন্থী শিল্💟পীরা। অনেকেই আছেন আত্মগোপনে। ইতিমধ্যেই কয়েকজন শিল্পীর বিরুদ্ধেও মামলাও হয়েছে। সেই আতঙ্কে🔥 আছেন অভিনেত্রী মাহিয়া মাহিও। শোবিজপাড়ায় এখন এমন কথাই রটেছে।

বিষয়টি ন🌜িয়ে মুখ খুলেছেন মাহিয়া মাহি। তিনি বলেন, ‘আমি কেন ভয়ে থাকব? আমি এমন কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলাম না, যার কারণে আমাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে। আমি সব সময়ই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। আপনারা খোঁজ নিলেই তা জানতে পারবেন।’

আলোচিত এই চিত্রনায়িকা বলেন, “কিছুদিন আগে আমি দেশের বাইরে গিয়েছিলাম। আপনারা জেনেছেন, বিমানবন্দরে নিরাপত্তাকর্মীরা- ডিজিএফআই, এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার আমার রিপোর্ট ভালোভাবে চেক করেছে෴ন। এরপরই তারা আমাকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দিয়েছেন। এখন আমার নামে যদি কোনো বাজে রিপোর্ট থাকত, তাহলে কি তারা আমাকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দিত। অবশ্যই না। ব্যক্তি মানুষ হিসেবে আমি একটি দলকে সাপোর্ট করতেই পারি। তবে সেই দলের হয়ে কোনো অপরাধের সঙ্গে জড়িত আছি কিনা এটা দেখার বিষয়। আমি এটুকু বলতে পারি, আমি কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলাম না ও এ🍌খনও নেই।’

আতঙ্কে থাকার প্রসঙ্গে মাহি বলেন, ‘মামলা, অভিযোগ যে কেউই করতে পারে। এখন যদি কেউ আমার ‍বিরুদ্ধে মিথ্যা মামলা বা অভিযোগ𝄹 করে- সেখানে আমি কি বলব। যত অভিযোগই আসুক না কেন নিরপেক্ষ তদন্ত হলে আমাকে কেউ অভিযুক্ত করতে পারবে না। কারণ আমি এমন কোনো অন্যায় করিনি।’

মাহিয়া মাহি রাজনৈতিক ইস্যুতে সবশেষ কথা বলেছিলেন গেল ১৭ জুলাই। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পুরো ঢাকা উত্তাল। সেদিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে সাবেক প্রধানমন্তꩵ্রী শেখ হাসিনা ভাষণ দেবেন এম💙ন একটি সংবাদ কার্ড শেয়ার করে লিখেছিলেন, ‘সমাধান হোক’।

👍সেই দিনই আরেকটি পোস্টে লিখেছিলেন, ‘আমার ভাই-বোনদেরকে আর কেউ আঘাত করবেন না।’ এরপর তাকে আর কোনো🌠 পোস্ট দিতে দেখা যায়নি।

বিবাহবিচ্ছেদের পর মাহি মাত্র একটি সিনেমা🔯য় অভিনয় করেছেন। সিনেমার নাম ছিল রাজকুমার। সিনেমায় শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করে ব্যপক প্রশংসা কুড়িয়েছেন। এখন সিনেমার কাজ না থাকা♑য় একমাত্র ছেলে ফারিশকে নিয়ে ব্যস্ত রয়েছেন।

Link copied!