• ঢাকা
  • শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১, ১০ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সাগরে ট্রলার ডুবে ৭ জেলে নিখোঁজ


ভোলা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০২:৩৯ পিএম
সাগরে ট্রলার ডুবে ৭ জেলে নিখোঁজ

ভোলার চরফ্যাশনের ঢালচরের দক্ষিণ বঙ্গোপসাগর ম♊োহনায় ১০ মাঝিমাল্লা নিয়ে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক সাগরে থাকা অপর জেলেরা তিন জেলেকে জ🌳ীবিত উদ্ধার করলেও এখনো নিখোঁজ রয়েছেন ৭ জন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর বঙ্গোপসাগর মোহনা থেকে মাছ শিকার ক🏅রে ঢালচর ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ে🅷 এ দুর্ঘটনা ঘটে।

ট্রলার মালিক পক্ষ জানিয়েছে, দুর্ঘটন🔯ার পরপরই নিখোঁজ জেলেদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে তাৎক্ষণিক জেলেদের পরিচয় জানা যায়নি। এসব জেলেরা ঢালচর ও চর মানি♏কা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

ঢালচর ঘা♛টের জেলেরা জানান, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢালচর ঘাট থেকে আকতার মাঝি ১০ জন জেলে নিয়ে সাগরে মাছ শিকারে যান। দুই দিন সাগরে থাকার পর বৈরি আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকไায় ঢালচর ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ে আকতার মাঝির ট্রলারটি সাগরে ডুবে যায়। সাগরে থাকা অপর জেলেরা তিন জেলেকে জীবিত উদ্ধার করলেও ৭ জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

ট্রলার মালিক আবদুস সালাম হাওলাদার জানান, বৃহস্পতিবার তার মালিকানাধীন মাছ ধরা ট্রলারটি ১০ মাঝি মাল্লা নিয়ে সাগরে মাছ শিকারে যায়। শুক্রবার ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের তোপে পড়ে ১০ জেলে নিয়ে ট্রলারটি দুর্ঘটনার শিকার হয়। স🦄াগরে থাকা অপর জেলেরা ৩ জেলেকে উদ্ধার করতে সক্ষম হলেও এখনো ৭ জেলে নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে🧸 নিখোঁজ জেলেদের উদ্ধারে তিনটি ট্রলার সাগরে গেছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, “ট্রলার ডুবির বিষয়টি আমাকে জানানো হয়নি। ত𒁏বে খোঁজ-খবর নিচ্ছি।“

চর মানিকা জোনের নৌ🍒 কন্টিজেন কমান্ডার মো সানোয়ার হোসেন জানান, ঘটনাটি জানা নেই। তবে খোঁজ নিয়ে💯 উদ্ধার অভিযানে যাওয়া হবে।

Link copied!