পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নতুন সিনেমা ‘টেক্কা’র টিজার প্রকাশিত হয়েছে। সেখানে দেখা মিলেছে ওপার বাংলার জনপ্রিয় তারকা দেবের। টিজা🌱রে এসিপি অফিসারের চরিত্রে দেখা যায় রুক্মিনীকে।
অন্যদিকে মায়ের চরিত্রে হা🌼জির ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। টিজার প্রকাশের অনুষ্ঠানে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা যায় স্বস্তিকাকে। সংবাদ সম্মেলনে এই অভিনেত্💞রী বলেন, “এই ছবিতে আরও একবার আমাকে ‘মা’ বানিয়েছে সৃজিত। চিত্রনাট্য নিয়ে আমার কাছে যখন আসে, তখনই স্পষ্ট জানাই এ বছর অনেকগুলো মায়ের চরিত্রে অভিনয় করেছি, আর করব না। কিন্তু সৃজিতের ছবি বলে কথা, আর অসম্ভব সুন্দর গল্প। তাই ছবিটা যদি সৃজিতের সন্তান মনে করি, তাহলে বলব, আমি যতবার মা হব, সৃজিত ততবার বাবা।”
সিনেমায় লড়াকু মায়ের চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা। সিনেমার চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, “এই ছবিতে আমাকে দেখা যাবে এক লড়াকু মায়ের চরিত্রে। পৃথিবীতে যত রকম মা রয়েছেন প্রত্যেকের নিদর্শন হয়ে উঠছি আমি। এই ছবিতেও বেশ অন্যরকমভাবে সৃজিত আমার চরিত্রটা তৈরি ꩲকরেছে। আশা করি দর্শকের পছন্দ হবে।”