• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ক্যারিয়ারের প্রথম সেমিফাইনালে কার্তাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৩:৩২ পিএম
ক্যারিয়ারের প্রথম সেমিফাইনালে কার্তাল
সোনাই কার্তাল। ছবি : সংগৃহীত

ব্রিটেনের সোনাই কার্তাল🅘 তার টেনিস ক্যারিয়ারে প্রথমবারের মতো ডব্লিউটিএ ট্যুরের সেমিফাইনালে পৌঁছেছেন। এই সাফল্যের পর কার্তাল বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ে একলাফে অনেক ওপরে চলে যাবেন।

🐽২২ বছর বয়সী কার্তাল তিউনিসিয়ার চলমি জেসমিন ওপেন টেনিস আসরের কোয়ার্টার ফাইনালে ইউক্রেনের ইউলিয়া স্টারোডুবতসেভাকে সরাসরি ৭-৬ ও ৬-২ সেটে হারিয়েছেন। তিনি শেষ চারে জার্মানির ইভা লাইসের মুখোমুখি হবেন।

কার্তাল টাইব্রেকে জয়ের আগে প্রথম সেটে বেশ পিছিয়ে ছিলেন। কঠিন লড়াইয়ের পཧর তিনি ম্যাচের নিয়ন্ত্রণ গ্রহণ করেন এবং শেষ পর্যন্ত জয়লাভ করেন। অবশ্য তাকে দ্বিতীয় সেটে জিততে তেমন বেগ পেতে হয়নি।

কার্তাল এই জয়ের মধ্য দিয়ে ইউএস ওপেনের বাছাইপর্বের পরাজয়ের প্রতিশোধ নিয়েছেন। ইউলিয়া ওই বাছাইপর্বের চূড়ান্ত রাউন্ডে কার্তালকে পর🐲াজিত করেছিলেন꧟।

ব্রিটেনের চার নম্বর খেলোয়াড় কার্তাল এই বছরের শুরুতে উ𒉰ইম্বলডনের তৃতীয় রাউন্ডে পৌঁছে সকলের নজরে আসেন। সব মিলিয়ে ২২ বছরের এই তরুণী টেনিসে উঠে আসার সময়টা বেশ উপভোগ করছেন।

Link copied!