সাবেক বিশ্বে🅰র সাবেক এক নম্বর টেনিস তারকা জাপানের নাওমি ওসাকা তারꦚ কোচ উইম ফিসেটকে ছেড়ে দিয়েছেন।
গত মাসে ⛎ইউএস ওপেনের শু𒁃রুর দিকে বিদায় নেন ওসাকা। সেই কারণেই হতাশা থেকে কোচ ছেড়ে দেওয়ার মতো সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি।
ওসাকার প্রশিক্ষক হিসেবে ২০২০ সালে দায়িত্ব গ্রহণ করেছি💯লেন বেলজিয়ামের ফিসেট।
২৬ বছর বয়সী ওসাকা তার ক্যারিয়ারে মোট চারটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন। যার মধ্যে ফিসেটের তত্বাবধানে তিনি শিরোপা লাভ করেন ২০২০ সালের ইউএস💙 ওপেন এবং ২০২১ সালের অস্ট্রেলিয়ান ওপেন।
ইনস্টাগ্রামে অবশ্য ওসাকা ফিসেটের প্রতি শ্রদ্ধাই জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘চার বছর, দুটি স🌼্ল্যাম এবং অনেক স্মৃতি। ফিসেট একজন অসাধারণ কোচ এবং বড় মনের ব্যক্তি। আপনোকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।’
২০২৩ সালের জুলাই মাসে মেয়ের জন্মের পর জানুয়ারিতে টেনিসে ফিরে আসার পর ফিসেট আবার ওসাকার সঙ্গে কাজে ܫযোগ দেꦕন।
যাইহোক, ওসাকা তার মেয়ের জন্মের জন্য ১৫ মাস টেনিসের বাইরে ছিলেন। পুনরায় ফিরে আসার পর ১৬টি টুর্নামেন্ট খেলেছেন তিনি। যার 𓆏মধ্যে মাত্র দুটিতে কোয়ার্টার😼 ফাইনালে পৌঁছেছেন এবং কোন গ্র্যান্ড স্লামের দ্বিতীয় রাউন্ডও অতিক্রম করতে পারেননি।
ফিসেট এর আগে কিম ক্লিস্টারস, সিমোনা হালেপ, জোহানা কোন্তা, অ্যাঞ্জেলিক কারবার, ভিক্টোরিয়া আজারেঙ্কাসহ অনেক তারকা খেলোয়াড়ের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। এবং অন্যান্যদের সাথে একটি বিখ্যাত কোচিং ক্যারিয়ারে কাজ ক👍রেছেন।