• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রিয়াদের সামনে ৫ হাজার রানের ক্লাবে ঢোকার হাতছানি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৩, ০৭:৪৬ পিএম
রিয়াদের সামনে ৫ হাজার রানের ক্লাবে ঢোকার হাতছানি
মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামলে মাহমুদউল্লাহ রিয়াদের সামনে হাতছানি থাকবে ৫হাজার রানের 🍸ক্লাবে ঢোকার। আর ৫০ রান করলেই ওয়ানডেতে ৫ হাজার রান পূর্ণ হবে তার। বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে ৫ হাজার রান ক্লাবে নাম লেখানোর দ্বারপ্রান্তে অভিজ্ঞ এই ব্যাটার।

২০০৭ সালের জুলাইয়ে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় মাহমুদউল্লাহ রিয়াদের। চলতি বছরের মার্চে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ান🗹ডে খেলেছেন তিনি। এখন পর্যন্ত ২১৮ ম্যাচের ১৯০ ইনিংসে তিনটি সেঞ্চুরি ও ২৭টি হাফ-সেঞ্চুরিতে ৩৫ দশমিক ৩৫ গড়ে ৪৯৫০ রান করেছেন এই অভিজ্ঞ ব💙্যাটার।

৩৭ বছর বয়সী মাহমুদউল্লাহর আগে বাংলাদেশের হয়ে ৫ হাজার র♏ান পূর্ণ করেছেন তামিম ইকবাল, মুশফিকুℱর রহিম ও বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের  শীর্ষ পাঁচ ব্যাটার :

ব্যাটারম্যাচইনিংস রান  গড়  ১০০  ৫০
তামিম ইকবাল    ২৪১       ২৩৯      ৮ হাজার ৩১৩   ৩৬.৬২      ১৪           ৫৬
মুশফিকুর রহিম২৫৫২৩৮৭ হাজার ৩৮৮৩৭.১২৪৬
সাকিব আল হাসান২৪০২২৭৭ হাজার ৩৮৪৩৭.৬৭৫৫
মাহমুদউল্লাহ রিয়াদ২১৮১৯০৪ হাজার ৯৫০ ৩৫.৩৫২৭
মোহাম্মদ আশরাফুল১৭৫১৬৮৩ হাজার ৪৬৮২২.৩৭২০
Link copied!