• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


প্যারিস অলিম্পিক

আজ ১৯টি ইভেন্টে স্বর্ণপদকের লড়াই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৪, ১১:২০ এএম
আজ ১৯টি ইভেন্টে স্বর্ণপদকের লড়াই
ছবি: প্রতীকী

প্যারিস অলিম্পিকে আজ সোমবার ১৯⛦টি স্বর্ণের লড়াই অনুষ্ঠিত হবে। শুরু হবে শুটিং দিয়ে। এই খেলায় হবে দুটি সোনার লড়াই। দুপুর আড়াইটায় মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলস অ🧸নুষ্ঠিত হবে। এরপর বিকেল ৪টায় হবে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলস।

ডাইভিংয়ে একটি সোনার লড়াই হবে। পুরুষ সিনক্রোনাইজড ১০ মিটার প্ল্যাটফর্ম হবে বিকেল ৩টায়। একই সময়ে ইকুয়েস্ট্রিয়ানে ইভেন্টিং দলীয় জাম্পিংয়ে সেরা পদকের লড়াই হবে। এছাড়া ইভেন্টিং ব্যক্তিগত ফাইনাল হবে সন্ধ্𝓡যা ৭টায়।

সাইক্লিংয়ে হবে একটি ফাইনা🥀ল। মাউন্টেন বাইক পুরুষ ক্রস-কান্ট্রি লড়াই শুরু হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। এছাড়া স্কেটবোর্ডিংয়ে পুরুষ স্ট্রিট ফাইনাল হবে রাত ৯টায়।

জুডোতে হবে দুটি স্বর্ণের লড়াই। প্রথমে ম💝েয়েদের ৫৭ কেজ🦂ি ফাইনাল হবে রাত ৯টায়। এরপর পুরুষ ৭৩ কেজি ফাইনাল হবে রাত সাড়ে ৯টায়।

আরচারিতে হবে একটি সোনার লড়াই। পুর🅷ুষ দলীয় ফাইনাল হবে রাত ৯টা ১১ মিনಌিটে। সঙ্গে ক্যানোয়িং স্লালমে পুরুষ একক ফাইনাল হবে রাত ৯টা ২০ মিনিটে। জিমন্যাস্টিকস পুরুষ দলীয় ফাইনাল হবে রাত সাড়ে ৯টায়।

সাঁতা𝓡রে হবে ৫টি সোনার লড়াই। শুরু হবে মেয়েদের ৪০০ মিটার সাঁতারের ব্যক্তিগত মেডলি দিয়ে। এটি শুরু হবে রাত সাড়ে ১২টায়। এরপর পুরুষ ২০০ মিটার ফ্রিস্টাইলে ফাইনাল হবে রাত ১২টা ৪০ মিনিটে। পুরুষ ১০০ মিটার ব্যাকস্ট্রোক রাত ১টা ১৯ মিনিটে। এছাড়া๊ মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক ফাইনাল হবে রাত ১টা ২৫ মিনিটে। এরপর মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইল হবে রাত ১টা ৪১ মিনিটে।

ফেন্সিংয়ে 🌊থাকবে দুটি ফাইনাল। মেয়েদের স্যাবর ব্যক্ত🅺িগত ফাইনাল হবে রাত ১টা ৪৫ মিনিটে। এরপর পুরুষ ফয়েল ব্যক্তিগত ফাইনাল হবে রাত ২টা ১০ মিনিটে।

 

Link copied!