• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ব্যাটারের মন খারাপ হবে বলে উদযাপন করেন না হাসান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩, ০৮:৪৩ পিএম
ব্যাটারের মন খারাপ হবে বলে উদযাপন করেন না হাসান
ছবি: ওয়ালটন

প্রায় প্রত্যেক বোলারদের উইকেট শিকারের আনন্দে আলাদা আলাদা উদযাপন করতে দেখা যায়। কেউ কেউ উদযাপন করেই খবরের শিরোনামে চলে আসেন। তবে বাংলাদেশি তরুণ পেসার হাসান ജমাহমুদকে খুব একটা উদযাপন করতে দেখা  যায় না।

বৃহস্পতিবার (২৩ মার্চ)ꦉ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ উই꧑কেট নিয়েছেন হাসান। তার বিধ্বংসী বোলিংয়েই ধ্বসে পড়েছে আইরিশদের ব্যাটিং লাইনআপ। ম্যাচ শেষে উদযাপন না করার ব্যাপারে জানতে চাওয়ে হয়েছিল হাসানের কাছে।

প্রথমে অবশ্য ‘(উদযাপন)করি না, এমনিতেই’ বলে এড়িয়ে যেতে চাইছিলেন। তবে এরপর যেটা বললেন তাতে তাকে বোধহয়ও পৃথিবীর সবচেয়ে ‍‍`নিরীহ‍‍` পেস বোলার বলা যায়।

উদযাপন না করার কারণ হিসেব🐬ে হাসানের ব্যাখ্য, “ব্যাটারকে আউট করলে তার আরেকটু বেশি খারাপ হবে হয়তো এটা ভেবে করি না।”  

স্বীকৃত ক্রিকেট ক্যারিয়ারেই এটা হাসানের প্রথম ফাইফার। সেটা নিয়ে যেমন সন্তষ্ট তে🍎মনি সাফল্যের কৃতিত্ব পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকে দিতেও ভোলেননি এই তরুণ পেসার।

“প্রথমত বলবো এটা আমার প্রথম পাঁচ উইকেট আন্তর্জাতিক ক্রিকেটে। ঘরোয়াতেও পাঁচ উইকেট পাওয়া হয়নি। সবমিলিয়ে আলহামদুলিল্লাহ। আমাদের যে পেস বোলাররা আছে, তারাগত কয়েক বছর ধরে কঠোর পরিশ্ꦓরম করছি। আমাদের অ্যালান ডোনাল্ড আছেন, তার সঙ্গে ভালো একটা সম্পর্ক আছে সবার। চেষ্টা🦩 করছি নিজেদের উন্নতি করার” যোগ করেন হাসান।

Link copied!