• ঢাকা
  • শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বোনাসের একটা অংশ বন্যার্তদের জন্য দিলেন ক্রিকেটাররা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৭:০৮ পিএম
বোনাসের একটা অংশ বন্যার্তদের জন্য দিলেন ক্রিকেটাররা
বোনাসের অর্থ বাংলাদেশের অধিনায়কের হাতে তুলে দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত

ফেনী, কুমিল্লা, নোয়াখালিসহ বাংলাদেশের এক বড় অংশ দেখেছে প্🧸রাণঘাতী এক বন্যা। গেল আগস্ট মাসের সেই বন্যা বাংলাদেশকে যেমন বিপদের মুখ দেখিয়েছে, তেমনি মানবিক বিপর্যয়ে দেখা গিয়েছে অন্যরকম এক একতাবদ্ধ দেশকেও। পুরো দেশই এগিয়ে এসেছে সেই বন্যার্তদের সহযোগিতা๊য়। যার অংশ এবার হয়েছেন ক্রিকেটাররাও।

বাংলাদেশ ক্রিকেট দল বন্যার সময়ে ছিল পাকিস্তান সফরে। দুই ম্যাচের টেস্ট সিরিজ জয়ের সময়ে দূর থেকেই শুনেছেন দেশের কথা। প্রথম টেস্টে ম্যান অব দ্য ম্যাচ হয়ে নিজের পুরস্কারের অর্থটা মুশফিকুর রহিম বন্যার্তদের জন্য দানের কথা জানিয়েছিলেন। এবার সেই সিরিজ জয়ের উইনিং বোনাসের অনেকটাও ক্রিকেটাররা তুল✃ে দিচ্ছেন বন্যার্তদের জন্য। শনিবার হোটেল সোনারগাওঁতে এই বোনাসের অর্থ তুলে দেয়া হয় ক্রিকেটারদের হতে।

বন্যার পানি নেমে গেলেও এখনো স্বাভাবিক হয়নি সেখানকার জীবন। বোনাসের একটা অংশ সেই মানুষদের দেয়ার কথা জানালেন দলের অধিনায়ক ꦗনাজমুল হোসেন শান্ত, ‘আমরা সবাই জানি দেশের পরিস্থিতি খুব খ🀅ারাপ। এখনও সবাই খুব স্ট্রাগল করছে। বন্যার যে অবস্থাটা ছিল, এখনও অনেক মানুষ বিপদে আছেন, কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। ওইখান থেকে সবাই দেশের মানুষ অনেক কষ্ট করছেন, তাদের পাশে থাকার চেষ্টা করছেন। আমাদের যে বোনাসটা আজকে আমরা পেলাম, দলের পক্ষ থেকে সবাই রাজি হয়েছে এখান থেকে একটা অংশ তাদেরকে সহায়তা করার জন্য যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করব।’

এসমಌয় পুরো দেশের মানুষকেই বন্যার্তদের পাশে থাকার আহ্বান জানান জাতীয় দলের অধিনায়ক, ‘আমি আশা করব দেশের আরও অনেক মানুষ আছেন, যাদের সামর্থ্য আছে আপনারা তাদের পাশে থাকবেন।’

এসময় বোর্ড সভাপতিকেও ধন্যবাদ জানিয়েছেন শান্ত। উল্লেখ করেছেন, এমন আয়োজন খেল💃োয়াড়দের উৎসাহিত করবে, ‘ধন্যবাদ জানাতে চাই আমাদের বোর্ড সভাপতি ফারুক ভাইকে। আমাদের যে বোনাসের কমিটমেন্টটা উনি করেছেন, যেটা একটু আগে উনি ম্যানশন করলেন এটা আমাদের চুক্তির একটা অংশ। এত বড় একটা সিরিজে যাওয়ার আগে এ ধরনের অনুষ্ঠান অবশ্যই প্রত্যেকটা খেলোয়াড়কে আমার মনে হয় অনুপ্রাণিত করবে।’

 

 

Link copied!